গুলি এ বার তিলজলায়

হরিদেবপুরের কবরডাঙার পরে তিলজলা। কলকাতায় ফের চলল গুলি। পুলিশের খবর, মঙ্গলবার সন্ধ্যায় তিলজলা রোডে ওই এলাকারই বাসিন্দা শিবশঙ্কর রায় ওরফে ছোটকাকে লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে তাঁর প্রতিবেশী সাজন এবং তার দলবলের বিরুদ্ধে।

Advertisement
শেষ আপডেট: ১৬ জুলাই ২০১৫ ০৪:৩০
Share:

হরিদেবপুরের কবরডাঙার পরে তিলজলা। কলকাতায় ফের চলল গুলি। পুলিশের খবর, মঙ্গলবার সন্ধ্যায় তিলজলা রোডে ওই এলাকারই বাসিন্দা শিবশঙ্কর রায় ওরফে ছোটকাকে লক্ষ করে গুলি ছোড়ার অভিযোগ ওঠে তাঁর প্রতিবেশী সাজন এবং তার দলবলের বিরুদ্ধে। গুলিটি ছোটকার কান ঘেঁষে বেরিয়ে যায়। অভিযোগ, তার পরেই দুষ্কৃতীরা লাঠি, র়ড দিয়ে তাঁকে মারধর করে। তিনি থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করেন। রাতেই এক অভিযুক্ত ধরা পড়ে। ছোটকা পুলিশকে জানান, ২০০৮ সালে সাজনের বাবা অশোক খুন হন। তাতে সাজা হয় ওই এলাকারই বাসিন্দা দিলীপ দাস ও তার ভাইয়ের। প্যারোলে ছাড়া পেয়ে বাড়ি এসেছিল তারা। তাদের সঙ্গে কথা বলায় ছোটকার উপরে চড়াও হয় সাজনেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement