পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে নিজস্বী। আলিপুর ক্যাম্পাসে। নিজস্ব চিত্র
ভাগের মা সরস্বতী! তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সরস্বতী পুজোও দ্বিধা বিভক্ত।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সব ক্যাম্পাসেই সরস্বতী পুজো হয়। কিন্তু এ দিন আলোচনার কেন্দ্রবিন্দু ছিল আলিপুর ও কলেজ স্ট্রিট ক্যাম্পাস। আলিপুরের পুজোর মূল উদ্যোক্তা ছিলেন টিএমসিপি-র প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র গোষ্ঠীর আব্দুল কাইয়ুম মোল্লা। অন্য দিকে, কলেজ স্ট্রিট ক্যাম্পাসের পুজোর মূল উদ্যোক্তা বর্তমান টিএমসিপি-র রাজ্য সভাপতি জয়া দত্ত গোষ্ঠীর মণিশঙ্কর মণ্ডল।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সদ্য ছাত্র সংসদ নির্বাচন হয়ে গিয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রের খবর, কলকাতা বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র সংসদের সাধারণ সম্পাদক পদের দাবিদার এই দু’জন। এরই মধ্যে এ দিন আলিপুর ক্যাম্পাসের পুজোয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় গিয়েছিলেন। কিন্তু কলেজ স্ট্রিট ক্যাম্পাসের পুজোয় যাননি। আলিপুর ক্যাম্পাসে শিক্ষামন্ত্রীর উপস্থিতি বিযয়টিতে আলাদা মাত্রা দিয়েছে। স্বভাবতই এতে অশোক গোষ্ঠী উল্লসিত।
প্রসঙ্গত, কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের আগে জয়া বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে ঢোকায় শিক্ষামন্ত্রী ক্ষুব্ধ হয়েছিলেন। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়াকে বিষয়টি নিয়ে তিরস্কার করেছিলেন। টিএমসিপির গোষ্ঠীদ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছিয়েছিল যে শিক্ষামন্ত্রীকে দু’পক্ষকে নিয়ে মধ্যস্থতায় বসতে হয়েছিল। এ বার ছাত্র সংসদের কার্যনির্বাহী সমিতিতে কারা থাকবেন, তা-ও দলের সর্বোচ্চ নেতৃত্বের ঠিক করে দেওয়ার কথা।
এ দিন কলেজ স্ট্রিট ক্যাম্পাসে এসেছিলেন তৃণমূলের ছোট-বড় বেশ কয়েক জন নেতা। তাঁদের মধ্যে ছিলেন মদন মিত্রও। গিয়েছিলেন তৃণমূলে ‘ব্রাত্য’ শঙ্কুদেব পণ্ডা। ছিলেন জয়া। এমনকী, অশোকও এসেছিলেন কলেজ স্ট্রিট ক্যাম্পাসে। অশোক গোষ্ঠীর দাবি, শঙ্কু কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যাওয়ায় শিক্ষামন্ত্রী আর সেখানে ঢোকেননি। টিএমসিপির প্রাক্তন রাজ্য সভাপতি শঙ্কু এ দিন বলেন, ‘‘আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। নিজের বিশ্ববিদ্যালয়ে ঠাকুর দেখতে গিয়েছিলাম।’’ অন্য দিকে শিক্ষামন্ত্রী শুধু বলেন, ‘‘আশুতোষ কলেজ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলিপুর ক্যাম্পাসে গিয়েছি। কলেজ স্ট্রিট ক্যাম্পাসে যাইনি।’’
এ দিকে জয়ার দাবি, ‘‘পার্থদার কলেজ স্ট্রিট ক্যম্পাসে যাওয়ার কথা ছিল। কিন্তু জরুরি কাজের জন্য আসতে পারেননি।’’ অশোক বলেন, ‘‘কলেজ স্ট্রিট ক্যাম্পাসে উদ্যোক্তারা ডেকেছিলেন। তাই গিয়েছিলাম। এর বাইরে কে গিয়েছিল এ সব নিয়ে কিছুই জানি না।’’