State news

এত টাকা কেন? পার্ক স্ট্রিটে স্কুলের বাইরে বিক্ষোভ অভিভাবকদের

ফি বাড়ানোর প্রতিবাদে স্কুলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন কয়েকশো অভিভাবক। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ পার্ক স্ট্রিটের একটি স্কুলের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১৩:৫৬
Share:

প্রতীকী ছবি।

ফি বাড়ানোর প্রতিবাদে স্কুলের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখালেন কয়েকশো অভিভাবক। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ পার্ক স্ট্রিটের একটি স্কুলের ঘটনা। অভিভাবকদের বিক্ষোভের জেরে ঘণ্টাখানেকের মতো পার্ক স্ট্রিট রাস্তায় যান চলাচল ব্যাহত হয়। সকালের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় মুশকিলে পড়তে হয় অফিস যাত্রীদের। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

পুলিশ জানিয়েছে, পার্ক স্ট্রিটের ওই স্কুলটির নাম জিউইস গার্লস স্কুল। আইসিএসসি বোর্ডের এই স্কুলটি দ্বাদশ শ্রেণি পর্যন্ত। এ দিন সকালে স্কুল শুরু হতেই একে একে অভিভাবকেরা জমা হতে শুরু করেন। প্ল্যাকার্ড হাতে ফি কমানোর দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।

আরও পড়ুন: বিশেষ নিরাপত্তা সরাতেই খুনের হুমকি আজম খানকে!

Advertisement

অভিভাবকদের অভিযোগ, বছর দুই আগে চার হাজার থেকে আচমকাই সেশন ফি বাড়িয়ে ১১ হাজার টাকা করা হয়। তার উপর কিছু দিন আগে আরও পাঁচ হাজার টাকা বাড়িয়ে দেওয়া হয়। স্কুলের তরফে জানানো হয়, এই বাড়তি টাকা স্কুলের উন্নয়ণের জন্য। কিন্তু স্কুলে কোনওরকম উন্নয়ণই হয়নি। তাতেই চটে গিয়ে ফি কমানোর দাবিতে বিক্ষোভ দেখান তাঁরা।

তবে এই সম্বন্ধে স্কুল কর্তৃপক্ষের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন