পুর প্রশ্নের উত্তরে ‘চুপ’ অনেক জিম

জিমের পরিকাঠামো কেমন, প্রশিক্ষিত ট্রেনার রয়েছেন কি না, সিন্থেটিক ফুড খেতে দেওয়া হয় কি না— ইত্যাদি বিষয়ে জিম কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয় ওই সমীক্ষাপত্রে। কিন্তু তারই উত্তর দিচ্ছে না অনেক জিমই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৮ ০১:২৪
Share:

পাড়ায় পাড়ায় গজিয়ে ওঠা জিমগুলির যথার্থ পরিকাঠামো রয়েছে কি না, তা নিয়ে গত এপ্রিলেই সমীক্ষা চালানোর সিদ্ধান্ত নিয়েছিল কলকাতা পুরসভা। সেই মতো শহরের জিমগুলিতে পাঠানো হয়েছিল প্রশ্নমালা। কিন্তু পুরসভার পাঠানোর সেই সমীক্ষাপত্রের উত্তর দিচ্ছে না একাধিক জিম। কলকাতা পুরসভা সূত্রে এই কথা জানা গিয়েছে।

Advertisement

চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনেক জিমে রোগা-মোটা হওয়ার নানা ওষুধ দেওয়া হচ্ছে বলে একাধিক অভিযোগ জমা পড়েছিল পুরসভায়। গত এপ্রিলে এমন ওষুধ খেয়ে এক যুবকের অসুস্থতার খবর এসেছিল। তার প্রেক্ষিতে শহরের জিমগুলিতে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেয় পুরসভা। এর জন্য সংশ্লিষ্ট এলাকার জিমগুলির কাছে সমীক্ষাপত্র পাঠানো হয়। জিমের পরিকাঠামো কেমন, প্রশিক্ষিত ট্রেনার রয়েছেন কি না, সিন্থেটিক ফুড খেতে দেওয়া হয় কি না— ইত্যাদি বিষয়ে জিম কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হয় ওই সমীক্ষাপত্রে। কিন্তু তারই উত্তর দিচ্ছে না অনেক জিমই। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (স্বাস্থ্য) অতীন ঘোষ বলেন, ‘‘জিমে সমীক্ষাপত্র পাঠানো শুরু হয়েছে। তবে অনেক জিমই উত্তর দিচ্ছে না।’’

যে জিমগুলি সহযোগিতা করছে না তাদের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হবে, তা পরবর্তীকালে স্থির করা হবে বলে পুরসভা সূত্রের খবর। পুর আধিকারিকেরা আরও জানাচ্ছেন, বড় মাল্টিজিমগুলি বাদ দিয়ে অলিগলিতে গজিয়ে ওঠা জিমগুলি সম্পর্কে কোনও তথ্যই পুরসভার কাছে নেই। কারণ, সেগুলি পুরসভা থেকে ট্রেড লাইসেন্স নেয় না। ফলে এ সম্পর্কে তথ্য সংগ্রহ হতে আরও সময় লাগবে বলে পুরসভা সূত্রের খবর।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement