তারকেশ্বর মন্দির সংলগ্ন একটি লজ থেকে রবিবার মানিকতলার এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম বিশাল হাড়ি (২৩)। তিনি কলকাতার একটি কল-সেন্টারে কাজ করতেন। পুলিশের অনুমান, এটি আত্মহত্যা। কারণ নিয়ে পুলিশ ধন্দে। পুলিশ সূত্রে খবর, শনিবার লজের একটি ঘর ভাড়া নেন তিনি। রবিবার তাঁর দেহ মেলে।