Death

যুবকের ঝুলন্ত দেহ, বিস্মিত পাড়া

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর রেল কলোনিতে। পুলিশ জানায়, ওই যুবকের নাম রাজদীপ যাদব।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৪:৩৮
Share:

প্রতীকী ছবি

ছোট থেকেই স্বপ্ন দেখতেন, আইপিএস অফিসার হবেন। কলেজের পাঠ শেষ করে সর্বভারতীয় পরীক্ষার প্রস্তুতিও নিতে শুরু করেছিলেন। কিন্তু বছর চব্বিশের সেই যুবকেরই ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ার পরে হতবাক গোটা পরিবার এবং প্রতিবেশীরা। কেন এমন ঘটল, বুঝেই উঠতে পারছেন না কেউ!

Advertisement

সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণেশ্বর রেল কলোনিতে। পুলিশ জানায়, ওই যুবকের নাম রাজদীপ যাদব। কয়েক বছর আগে তাঁর বাবা মারা গিয়েছেন। সম্প্রতি বালির রাজচন্দ্রপুরে একটি ফ্ল্যাট কিনেছিলেন রাজদীপেরা। সেখানেই মা ও দিদিদের সঙ্গে থাকতেন তিনি। লকডাউন শিথিল হওয়ার পরে কয়েক দিন আগে এক দিদির সঙ্গে দক্ষিণেশ্বর রেল কলোনিতে এসে থাকতে শুরু করেন। সোমবার রাতে খবর পেয়ে বেলঘরিয়া থানার পুলিশ গিয়ে কলোনির আউট হাউসের দরজা ভেঙে রাজদীপের দেহ উদ্ধার করে।

স্থানীয়েরা জানান, পড়াশোনায় মেধাবী ছিলেন রাজদীপ। কলেজের পাঠ শেষ করে ইউপিএসসি পরীক্ষার জন্য তৈরি হতে শুরু করেছিলেন। এলাকার এক বাসিন্দা প্রশান্ত দাস বলেন, ‘‘ছোটবেলা থেকে ওঁকে চিনতাম। অত্যন্ত মেধাবী ওই যুবক বড় হয়ে পুলিশ অফিসার হতে চাইতেন। শুনেছি, সম্প্রতি কয়েক জন বন্ধুকে রাজদীপ তাঁর কিছু সমস্যার কথা জানিয়েছিলেন।’’ প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মানসিক কোনও হতাশায় ভুগছিলেন ওই যুবক। তার জেরেই তিনি আত্মঘাতী হয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement