Fraud Case

প্রতারণায় গ্রেফতার

শুক্রবার অভিযুক্ত জালিয়াতকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধৃতের নাম আলতাফ শারোয়ার। তার বাড়ি আমহার্স্ট স্ট্রিটে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৮:১১
Share:

পাঁচ লক্ষ টাকা জালিয়াতির দায়ে ধৃত। —প্রতীকী চিত্র।

একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আরটিজিএস-এর মাধ্যমে পাঁচ লক্ষ টাকা অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে পাঠিয়েছিলেন এক ব্যক্তি। ব্যাঙ্কে জমা দেওয়া সেই আরটিজিএস ফর্ম বদলে, তাঁর সই জাল করে নিজের অ্যাকাউন্টে ওই পাঁচ লক্ষ টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক জালিয়াতের বিরুদ্ধে। সেই ঘটনায় শুক্রবার অভিযুক্ত ওই জালিয়াতকে গ্রেফতার করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ধৃতের নাম আলতাফ শারোয়ার। তার বাড়ি আমহার্স্ট স্ট্রিটে। এ দিন কলকাতার সিজেএম আদালত আলতাফকে ২১ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। আদালত সূত্রের খবর, প্রতারণার এই ঘটনাটি ঘটে ২০২৩ সালে। পরের বছর পুলিশে অভিযোগ দায়ের করেন প্রতারিত ব্যক্তি। নিজের অ্যাকাউন্টে পাঁচ লক্ষ টাকা সরানোর পরে দু’দফায় সেই টাকা আলতাফ তুলে নেয় বলে অভিযোগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন