Abhijit Gangopadhyay

অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছেন অভিজিৎ! সঙ্কট কাটেনি, তৃতীয় দিনে জানাল হাসপাতাল

দক্ষিণ কলকাতার যে হাসপাতালে অভিজিৎ চিকিৎসাধীন, তারা সোমবার বিকেলে একটি বিবৃতিতে তমলুকের সাংসদের শারীরিক অবস্থার কথা জানিয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৯:৩৭
Share:

বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। —ফাইল চিত্র।

অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে ভুগছেন বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হাসপাতালে ভর্তির তৃতীয় দিনে এমনটাই জানাচ্ছেন চিকিৎসকেরা। ৬৩ বছরের অভিজিতের ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ রয়েছে। তাঁকে এখনও আইসিইউয়ে রাখা হয়েছে।

Advertisement

দক্ষিণ কলকাতার যে হাসপাতালে অভিজিৎ চিকিৎসাধীন, তারা সোমবার বিকেলে একটি বিবৃতিতে তমলুকের সাংসদের শারীরিক অবস্থার কথা জানিয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অভিজিৎকে এখনও চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকতে হবে। আগের চেয়ে তাঁর শারীরিক পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে তাঁর। কিন্তু স্থিতিশীল হলেও সঙ্কটমুক্ত নন প্রাক্তন বিচারপতি। তাঁর চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে। চিকিৎসকদের ওই দলে আছেন ক্রিটিকাল কেয়ার বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক, পালমোনোলজিস্ট বা ফুসফুস এবং শ্বাসযন্ত্র রোগের বিশেষজ্ঞ, হৃদ‌্‌রোগ বিশেষজ্ঞেরা।

গত শনিবার পেটে ব্যথা এবং বমি হচ্ছিল অভিজিতের। রাতের দিকে তাঁর শারীরিক অবস্থা দেখে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় পরিবার। রাতে ভর্তি করানো হয় আলিপুরের একটি মাল্টিস্পেশ্যালিটি হাসপাতালে। তখনই প্যানক্রিয়াটাইটিসের লক্ষণের আশঙ্কা করেছিলেন চিকিৎসকেরা। উল্লেখ্য,অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে পেটের যন্ত্রণা ক্রমশ গোটা পেট-সহ পিঠের শিরদাঁড়ায় ছড়িয়ে পড়ে। বুকের দিকেও এই ব্যথা হতে পারে। অনেকের ক্ষেত্রে আবার তীব্র যন্ত্রণার সঙ্গে বমিও হয়। অন্য দিকে, ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল ডিজ়অর্ডার’-এ অন্ত্রে প্রদাহ তৈরি হয়, যার রেশ পড়ে ত্বকেও। এই রোগের বাড়াবাড়ি হলে খাদ্যনালিতে সংক্রমণ, এমনকি কোলনে ক্যানসার হওয়ার ঝুঁকি থাকে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement