সোনিকা মৃত্যু নিয়ে শুনানি পিছিয়ে গেল

ভারপ্রাপ্ত বিচারক সুজয় সেনগুপ্ত সরকারি আইনজীবীকে বক্তব্য পেশ করতে বললে বিক্রমের আইনজীবীরা জানান, মামলাটির নানা আইনি দিক রয়েছে। এত অল্প সময়ের মধ্যে সব দিকগুলি ব্যাখ্যা করা সম্ভব নয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জুলাই ২০১৭ ০২:৪৯
Share:

গাড়ি দুর্ঘটনায় মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের জামিনের শুনানির দিন পিছিয়ে দিল আদালত। মামলাটির পরবর্তী শুনানি হবে আগামী বুধবার।

Advertisement

বৃহস্পতিবার আলিপুর দায়রা আদালতে বিক্রমের মামলার শুনানি ছিল। বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা ও বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন, ‘‘মামলাটির একটি সামাজিক দায়বদ্ধতা রয়েছে। দুর্ঘটনার পরে পুলিশ দু’বার বিক্রমকে জেরা করেছে। বিক্রম পুলিশকে সম্পূর্ণ সাহায্যও করেছেন।’’ ভারপ্রাপ্ত বিচারক সুজয় সেনগুপ্ত সরকারি আইনজীবীকে বক্তব্য পেশ করতে বললে বিক্রমের আইনজীবীরা জানান, মামলাটির নানা আইনি দিক রয়েছে। এত অল্প সময়ের মধ্যে সব দিকগুলি ব্যাখ্যা করা সম্ভব নয়। তাঁরা বিচারকের কাছে আর্জি জানান, শুনানির জন্য আর একটি দিন ধার্য করা হোক। বিচারক তাঁদের আর্জি মঞ্জুর করেন।

বিক্রমের কড়া শাস্তি দাবি করছেন সোনিকার স্বজনরা। এ দিন সোনিকার পরিবারের আইনজীবী সঞ্জয় বসু বলেন, ‘‘বিষয়টি বিচারাধীন। বিচার প্রক্রিয়ার উপরে আমার মক্কেলের পুরো ভরসা রয়েছে।’’ বুধবার মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। সোমবার আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় আদালতে পরবর্তী শুনানি রয়েছে। অনির্বাণ গুহঠাকুরতা বলেন, ‘‘সোমবার চার্জশিট হাতে আসার পরই ফের বিক্রমের জামিনের আবেদন করা হবে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement