পুলিশকে তদন্তের নির্দেশ

এক পুলিশকর্মী ও তাঁর মেয়ের বিরুদ্ধে মারধর ও উৎখাতের চেষ্টার অভিযোগ জানিয়েছিলেন এক বিধবা। আরও অভিযোগ ছিল, পুলিশ এফআইআর দায়ের করেনি। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গীতা বণিক নামে ওই মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৬ ০১:২৭
Share:

এক পুলিশকর্মী ও তাঁর মেয়ের বিরুদ্ধে মারধর ও উৎখাতের চেষ্টার অভিযোগ জানিয়েছিলেন এক বিধবা। আরও অভিযোগ ছিল, পুলিশ এফআইআর দায়ের করেনি। শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন গীতা বণিক নামে ওই মহিলা। সেই মামলায় সম্প্রতি হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্তের আদালতে পুলিশ জানিয়েছে, বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। বিচারপতি দত্ত পুলিশকে যথাযথ তদন্ত করে আইনমাফিক ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।

Advertisement

গীতাদেবীর আইনজীবী সুব্রত মুখোপাধ্যায় সোমবার জানান, ডানলপে তাঁর মক্কেলের একটি দোকান আছে। অভিযোগ, ১৯ নভেম্বর দোকানে ঢুকে গীতাদেবীর পুত্রবধূ ও তাঁর বাবা (পুলিশ কর্মী) গীতাদেবীকে মারধর করে উৎখাতের চেষ্টা করেন এবং ভয় দেখান। বরাহনগর থানার পুলিশ এফআইআর দায়ের করতে না চাওয়ায় মামলা করেন গীতাদেবী। সরকারি আইনজীবী নয়ন বিয়ানি জানান, ওই বৃদ্ধার অভিযোগ ছিল, পুলিশ এফআইআর দায়ের করেনি। তা ঠিক নয়। আদালতে এফআইআরের নথি দাখিল হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement