হাইকোর্টে খারিজ আগাম জামিন মামলা

কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি দেবীপ্রসাদ দে-র ডিভিশন বেঞ্চ এ দিন বলে, মামলা দায়ের হওয়ার তিরিশ দিনের মধ্যেই শুনানি হওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জুলাই ২০১৭ ০৩:১৯
Share:

ফাইল চিত্র।

আগাম জামিনের শুনানি রয়েছে জেনেও অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে পুলিশ আইনবিরুদ্ধ কাজ করেনি বলে বুধবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিক্রমের গ্রেফতারের পরে ওই মামলার আর গুরুত্ব নেই বলে সেটি বুধবার নিষ্পত্তি করে দিয়েছে হাইকোর্ট।

Advertisement

কলকাতা হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি দেবীপ্রসাদ দে-র ডিভিশন বেঞ্চ এ দিন বলে, মামলা দায়ের হওয়ার তিরিশ দিনের মধ্যেই শুনানি হওয়ার কথা।

বিক্রম ৫ জুন মামলা দায়ের করার পরেও ওই সময়ের মধ্যে শুনানি করা যায়নি। আগে থেকে জমে থাকা মামলা এবং বিচারপতির সংখ্যা প্রয়োজনের তুলনায় কম থাকাই তার কারণ। এ ছাড়াও গরমের ছুটি শেষ হওয়ার পরে আইনজীবীদের সাত দিনের কর্মবিরতিও এর জন্য দায়ী। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, বিচারপতির অভাবের কথা কেন্দ্রীয় আইনমন্ত্রীকে জানিয়ে দিতে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement