ভোট-বিতর্কে হিন্দু হস্টেল

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে বিতর্কে উঠে এল হিন্দু হস্টেল খোলার জোরদার দাবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৭ ০০:৩৭
Share:

প্রেসিডেন্সিতে নির্বাচনী পোস্টার। বুধবার। —নিজস্ব চিত্র।

প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে বিতর্কে উঠে এল হিন্দু হস্টেল খোলার জোরদার দাবি। বিদায়ী ছাত্র সংসদ যাদের হাতে ছিল, সেই ইন্ডিপেন্ডেন্ট কনসলিডেশন (আইসি) কেন হস্টেল খেলার বিষয়ে সক্রিয় হল না, প্রশ্ন ওঠে তা নিয়ে।

Advertisement

বুধবার বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও হলে বিতর্কে এসএফআই-এর প্রার্থী অর্কপ্রভ মুখোপাধ্যায় বলেন, ‘‘২০১৫ সালে হিন্দু হস্টেল যখন সংস্কারের জন্য বন্ধ করা হয়, তখন অনেক বেশি তৎপরতা দেখা গিয়েছিল। প্রতিশ্রুতি মতো ১১ মাস পরে আবাসিকদের হস্টেলে ফেরত পাঠানোর বিষয়ে সেই তৎপরতা দেখা যায়নি ছাত্র সংসদের তরফে।’’ প্রসঙ্গত, প্রেসিডেন্সির ইতিহাসের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত হিন্দু হস্টেল। ২০১৫ সালের জুলাইয়ে সংস্কারের জন্য বন্ধ করে দেওয়া হয় ওই হস্টেল। আবাসিকদের রাজারহাটে থাকার ব্যবস্থা করা হয়। কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ১১ মাসে সংস্কার শেষ হবে। কিন্তু এখনও শেষ হয়নি কাজ। এ দিনের বিতর্কের বড়সড় অংশ জুড়ে ছিল হিন্দু হস্টেলের এই প্রসঙ্গ। কেন হিন্দু হস্টেল আজও খোলা হল না, সেই নিয়ে দর্শকাসন থেকে প্রশ্ন তোলেন স্নাতক স্তরের দর্শনের তৃতীয় বর্ষের ছাত্র আসলাম খান। প্রথম বর্ষে আসলাম হিন্দু হস্টেলেই থাকতেন। এ বারের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্র সংগঠনগুলিও হিন্দু হস্টেলকে অবিলম্বে বাসযোগ্য করে তোলার দাবি তাদের নির্বাচনী ইস্তাহারে রেখেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন