ছাদ ভেঙে জখম

ছাদ ভেঙে আহত হলেন পাঁচ জন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১২টা নাগাদ উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালের জেনারেটর রাখার ঘরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে হাসপাতালের কয়েক জন কর্মী-সহ ওই ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় ছাদের একটি অংশ ভেঙে পড়ে। আহতদের ইএসআই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসার পরে ছে়ড়ে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ মে ২০১৫ ০১:৫৯
Share:

ছাদ ভেঙে আহত হলেন পাঁচ জন। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১২টা নাগাদ উলুবেড়িয়ার ইএসআই হাসপাতালের জেনারেটর রাখার ঘরে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে হাসপাতালের কয়েক জন কর্মী-সহ ওই ঘরে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময় ছাদের একটি অংশ ভেঙে পড়ে। আহতদের ইএসআই হাসপাতালেই প্রাথমিক চিকিৎসার পরে ছে়ড়ে দেওয়া হয়। হাসপাতালের কর্মীদের অভিযোগ, ঘরটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় ছিল। হাসপাতাল কর্তৃপক্ষকে বার বার বলার পরেও সারাই হয়নি। ইএসআই হাসপাতালের সুপার সমীর কুমার মাইতির অবশ্য দাবি, ‘‘ওই ঘরের বেহাল দশার কথা আমাকে কেউ বলেনি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement