দু’কোটির সোনা চুরি, ধৃত পরিচারিকা

পুলিশ জানায়, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের বাসিন্দা কেদার সারভিয়া সোমবার সন্ধ্যায় অভিযোগ জানান, তাঁর বাড়ি থেকে সোনা চুরি হয়েছে। তিনি আরও জানান, রবিবার থেকে তাঁদের পরিচারিকা কাজে আসছে না।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৯ ০২:৫৫
Share:

প্রতীকী ছবি।

প্রায় দু’কোটি টাকার সোনা চুরির অভিযোগে এক পরিচারিকাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম গঙ্গা হালদার। তার বাড়ি মনোহরপুকুর রোডে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া চারটি সোনার বাট এবং সোনা ও হিরের বেশ কিছু গয়না। প্রতিটি বাটের ওজন এক কেজি বলে পুলিশ জানায়।

Advertisement

পুলিশ জানায়, প্রিন্স গোলাম মহম্মদ শাহ রোডের বাসিন্দা কেদার সারভিয়া সোমবার সন্ধ্যায় অভিযোগ জানান, তাঁর বাড়ি থেকে সোনা চুরি হয়েছে। তিনি আরও জানান, রবিবার থেকে তাঁদের পরিচারিকা কাজে আসছে না।

পুলিশ সোমবার রাতেই গঙ্গার মনোহরপুকুর রোডের বাড়িতে যায় এবং তাকে টানা জিজ্ঞাসাবাদ করে। পুলিশের দাবি, এক সময়ে গঙ্গা স্বীকার করে যে, সে-ই কয়েক দফায় সোনার বাট ও গয়না সরিয়েছে। ক্যানিংয়ের ধর্মতলায় তার জামাইয়ের বাড়িতে সেগুলি রাখা আছে। রাতেই তদন্তকারীদের একটি দল গিয়ে ওই বাড়ি থেকে সোনা উদ্ধার করে। তবে বিষয়টি গঙ্গার জামাই জানতেন না।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement