Kolkata News

বিক্রম গ্রেফতার, কী বলছে টলিউড?

দুর্ঘটনার পর টলিউডের শিল্পীরা কেউ প্রকাশ্যে বিক্রমের পাশে দাঁড়িয়েছিলেন। কেউ আঙুল তুলেছিলেন বিক্রম সত্য লুকোচ্ছে বলে। অনেকেই মুখ খুলতে চাননি। এড়িয়ে গিয়েছেন প্রসঙ্গ। কিন্তু শুক্রবার বিক্রম গ্রেফতার হওয়ার পর কী বলছে টলিউড?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৭ ১৫:৩০
Share:

বিক্রম চট্টোপাধ্যায়। ছবি: ‘ইচ্ছেনদী’র ফেসবুক পেজের সৌজন্যে।

দুর্ঘটনায় মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যুর ৭০ দিনের মাথায় গ্রেফতার হলেন মূল অভিযুক্ত অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। ওই দিন দুর্ঘটনাগ্রস্ত গাড়ির স্টিয়ারিংয়ে ছিলেন বিক্রমই। দুর্ঘটনার পর টলিউডের শিল্পীরা কেউ প্রকাশ্যে বিক্রমের পাশে দাঁড়িয়েছিলেন। কেউ আঙুল তুলেছিলেন বিক্রম সত্য লুকোচ্ছে বলে। অনেকেই মুখ খুলতে চাননি। এড়িয়ে গিয়েছেন প্রসঙ্গ। সোশ্যাল মিডিয়ায় ‘জাস্টিস ফর সোনিকা’ এবং ‘ভয়েস ফর বিক্রম’ নামে দুটো আলাদা গ্রুপও তৈরি হয়ে যায়। কিন্তু শুক্রবার বিক্রম গ্রেফতার হওয়ার পর কী বলছে টলিউড?

Advertisement

আরও পড়ুন

সনিকা কাণ্ডে গ্রেফতার অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়

Advertisement

বিক্রমের গ্রেফতারির পর কী বললেন তাঁর বাবা?

কাজের সূত্রেই বিক্রমকে চিনতাম। এখন আর এক সঙ্গে কাজ করছি না। এই মুহূর্তে ওকে নিয়ে ভবিষ্যতে কাজ করারও কোনও পরিকল্পনা নেই। যা ঘটেছে তা না ঘটলেই ভাল হত।

বিদীপ্তা চক্রবর্তী

বিক্রমের জন্য খুব খারাপ লাগছে। তবে আইনের ওপর ভরসা আছে। যেটা ঘটেছে সেটার যেন ন্যায় বিচার হয়।

জয়জিত্

বিক্রমের ক্ষমা চাওয়া উচিত ছিল। কিন্তু ও মিথ্যে কথা বলেছে। আইনের যে ক্ষমতা রয়েছে সেটা আজ আবার প্রমাণ হল। নিশ্চয়ই ন্যায় বিচার হবে।

স্নেহা চট্টোপাধ্যায়

একজন মানুষের চলে যাওয়া কিছুতেই মেনে নেওয়া যায় না। সে দিন ঘটনাস্থলে ছিলাম না। তাই কে অপরাধী, বলতে পারব না। পুলিশ নিশ্চয়ই সব দিক খতিয়ে দেখেই বিক্রমকে গ্রেফতার করেছে।

গার্গী রায়চৌধুরী

আগামী ১৪ জুলাই আমাদের ছবি ‘মেঘনাদবধ রহস্য’ রিলিজ। ওখানে বিক্রম অভিনয় করেছে। একজন সহশিল্পী হিসেবে আমার খারাপ লাগছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন