পার্থ চট্টোপাধ্যায়। — ফাইল চিত্র।
নিয়োগ দুর্নীতিতে ইডি ও সিবিআই-এর মামলায় অন্যতম অভিযুক্ত, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ফের অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার বিচার ভবনের বিশেষ আদালতে সিবিআই-এর প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় চার্জ গঠনের শুনানি ছিল।
আদালত সূত্রের খবর, শুনানির শুরুতেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, ‘‘প্রাক্তন শিক্ষামন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর ডান হাতের হাড় ভেঙে গিয়েছে। ৪ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল থেকে একটি রিপোর্ট দেওয়া হয়েছে। তা আদালতে পেশ করা হয়েছে। প্রসঙ্গত, ওই মামলার আগের শুনানিতে পার্থ চট্টোপাধ্যায়-সহ একাধিক অভিযুক্ত আদালতে সশরীরে উপস্থিত ছিলেন না বলে অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। তবে এ দিন ওই মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র আদালতে সশরীরে উপস্থিত ছিলেন। তাঁর আইনজীবী সোমনাথ সান্যাল বলেন, ‘‘কলকাতা হাই কোর্টের শর্তাধীন জামিনে রয়েছেন সুজয়কৃষ্ণ। প্রতিটি শুনানিতে তাঁকে সশরীরে আদালতে উপস্থিত থাকার জন্য হাই কোর্টের নির্দেশ রয়েছে। সেই কারণেই তিনি আজ আদালতে এসেছিলেন।’’
মাস দুয়েক আগে ওই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সেক্রেটারি রত্না চক্রবর্তী বাগচী এবং শাসকদলের বীরভূমের প্রাক্তন ব্লক সভাপতি বিভাস অধিকারীর বিরুদ্ধে চার্জশিট পেশ করেছিল সিবিআই। সে ক্ষেত্রে রাজ্যসরকারের অনুমোদন ছিল না। এ দিন সিবিআই-এর আইনজীবী আদালতে বলেন, ‘‘মানিক ও রত্নার চার্জ গঠনের ক্ষেত্রে সরকারি অনুমোদন পাওয়া গিয়েছে। তা আদালতে পেশ করা হয়েছে। তবে এ দিন ভারপ্রাপ্ত বিচারক চার্জ গঠনের কোনও শুনানি করেননি। ১৫ জানুয়ারি পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে বলে আদালত সূত্রের খবর।
প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর
সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ
সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে