রমরমিয়ে চলছে অবৈধ অটো, ক্ষুব্ধ হাইকোর্ট

বেআইনি অটো ও ভ্যানোর বাড়বাড়ন্তে রাজ্যের পরিবহণ দফতরের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। নথিভুক্ত না থাকা গণ-পরিবহণ কোনও দুর্ঘটনা ঘটালে তার যাত্রীরা জীবনবিমা বা স্বাস্থ্যবিমা পাচ্ছেন না বলেও হাইকোর্টের পর্যবেক্ষণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মে ২০১৬ ০১:৫৪
Share:

বেআইনি অটো ও ভ্যানোর বাড়বাড়ন্তে রাজ্যের পরিবহণ দফতরের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট। নথিভুক্ত না থাকা গণ-পরিবহণ কোনও দুর্ঘটনা ঘটালে তার যাত্রীরা জীবনবিমা বা স্বাস্থ্যবিমা পাচ্ছেন না বলেও হাইকোর্টের পর্যবেক্ষণ। ‘ম্যাক্সি ক্যাব’ (ছোট যাত্রী গাড়ি) মালিকদের দায়ের করা একটি মামলার প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি দীপঙ্কর দত্ত বৃহস্পতিবার মন্তব্য করেন, ‘‘পরিবহণ দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারিও বেআইনি অটো বা ভ্যানোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছেন না।’’

Advertisement

বেআইনি অটো, ভ্যানো বা টোটো নিয়ে এর আগেও একাধিক মামলায় হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছে। হাইকোর্টের প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুরও একাধিক বার রাজ্যের পরিবহণ দফতরকে নির্দেশ দিয়েছেন, হয় টোটো চলাচল বন্ধ করতে অথবা সেগুলির নথিভুক্তকরণে সচেষ্ট হতে। বিচারপতি দীপঙ্কর দত্তও এর আগে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কর্তাদের বেআইনি অটো চলাচল বন্ধ করতে এবং সেগুলি বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাতে কোনও কাজ হয়নি।

এ দিন বেআইনি অটোর বিরুদ্ধে বজবজের একটি রুটের এক ম্যাক্সি ক্যাব মালিক সংগঠনের দায়ের করা মামলার শুনানিতে বিচারপতি দত্ত মন্তব্য করেন, ‘‘কিছু দিন আগে এই ধরনের বেআইনি গাড়ির ধাক্কায় এক যাত্রী দুর্ঘটনার কবলে পড়েন। তাঁর শরীরে অস্ত্রোপচার হয়। কিন্তু তিনি স্বাস্থ্যবিমা পাননি। কারণ, ওই গাড়িটি পরিবহণ দফতরে নথিভুক্ত করানো ছিল না।’’

Advertisement

এ দিনের মামলার বিষয়বস্তু ছিল, বজবজের ওই রুটে বেআইনি অটো চলার জন্য নথিভুক্ত ম্যাক্সি ক্যাব যাত্রী পাচ্ছে না। ম্যাক্সি ক্যাব মালিক সংগঠনের পক্ষে আইনজীবী রামেশ্বর ভট্টাচার্য ও সৌমেন ভট্টাচার্য জানান, ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে মালিকেরা গাড়ি কিনেছেন। বেআইনি অটো চলাচল করার ফলে তাঁদের গাড়িতে যাত্রী মিলছে না। এর জেরে ব্যাঙ্কের টাকা শোধ করতে পারছেন না মালিকেরা।

এ কথা শুনে সরকারি আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বিচারপতি দত্ত বলেন, ‘‘বারো বছর আগে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতি বেআইনি অটোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছিলেন। তার পরেও বিভিন্ন বিচারপতি একই নির্দেশ দিয়েছেন। কিন্তু পরিবহণ দফতর কোনও ব্যবস্থা নেয়নি। আমি মুর্শিদাবাদের জোনাল জজ হিসেবে ওই জেলায় গিয়ে দেখেছি, সেখানেও ভ্যানোর দৌরাত্ম্য। এমনকি, কলকাতা শহরেও প্রায়ই দেখা যাচ্ছে ভ্যানো ই এম বাইপাস পারাপার করছে।’’

বিচারপতি দত্ত এ দিন সরকারি আইনজীবীকে জানান, আগামী ১৫ মে-র মধ্যে বেআইনি গণ-পরিবহণগুলির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে পরিবহণ দফতরকে। তার মধ্যে কোনও ব্যবস্থা না নিলে, কী ভাবে ব্যবস্থা নিতে হবে সেই নির্দেশ তিনি পরিবহণ দফতরকে দেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন