বাইক চুরি চক্রে ধৃতের কারাদণ্ড

কলকাতা থেকে চুরি করা মোটরবাইক চোরেদের কাছ থেকে কিনে তা পাচার করে দেওয়ায় অভিযুক্ত একটি চক্রের মূল পাণ্ডার সাজা ঘোষণা করল শিয়ালদহ এসিজেএম আদালত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০১৮ ০১:৩৭
Share:

প্রতীকী চিত্র।

কলকাতা থেকে চুরি করা মোটরবাইক চোরেদের কাছ থেকে কিনে তা পাচার করে দেওয়ায় অভিযুক্ত একটি চক্রের মূল পাণ্ডার সাজা ঘোষণা করল শিয়ালদহ এসিজেএম আদালত।

Advertisement

চলতি বছরের জানুয়ারি মাসে একটি বাইক চুরির মামলায় মাস তিনেক আগে ধরা পড়ে সমীরুল

মণ্ডল ওরফে সুমন। উদ্ধার করা হয় ৮টি চোরাই মোটরবাইক। পুলিশ জানিয়েছে, বছর চারেক আগেও সে একবার পুলিশের জালে ধরা পড়েছিল। কিন্তু দু’বছরের মাথায় জামিন পেয়ে যায় এবং বেরিয়ে ফের মোটরবাইক চুরির ছক কষার পাশাপাশি চোরাই বাইক বাংলাদেশে পাচার করতে শুরু করে।

Advertisement

তদন্তে গোয়েন্দারা জানতে পারেন, সমীরুল আসলে বাংলাদেশের নাগরিক। এর পরেই জানুয়ারি মাসে ফের বাইক চুরির অভিযোগ আসতে থাকে পুলিশের কাছে। সেই সূত্রেই, মানিকতলা থানার একটি মোটরবাইক চুরির মামলায় সমীরুলকে কলকাতা থেকেই মাস তিনেক আগে গ্রেফতার করে পুলিশ। ১৫ দিনের মাথায় পেশ করা হয় চার্জশিটও। সোমবার সেই মামলারই সাজা ঘোষণা

ছিল। আর তাতেই আদালত সমীরুলের ছ’বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ঘোষণা করে আদালত। জরিমানা অনাদায়ে আরও এক বছর কারাদণ্ডের নির্দেশও দেন বিচারক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement