Kasba

কসবা-কাণ্ড ঘিরে তপ্ত পুর অধিবেশন

কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনার রেশ এখনও মেটেনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৪ ০৮:৪৬
Share:

শুক্রবার উত্তপ্ত হল মাসিক পুর অধিবেশন। —ফাইল চিত্র।

কলকাতা পুরসভার ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল পুরপ্রতিনিধি সুশান্ত ঘোষকে গুলি করে খুনের চেষ্টার ঘটনার রেশ এখনও মেটেনি। সেই ঘটনা ঘিরে শুক্রবার উত্তপ্ত হল মাসিক পুর অধিবেশন। এ দিন অধিবেশন শুরু হতে বিজেপির পুরপ্রতিনিধি সজল ঘোষ বলেন, ‘‘দুষ্কৃতীরা গুলি করে এক জন কাউন্সিলরকে খুন করতে চাইছে। তাঁদের নিরাপত্তা কোথায়? শহরেও নিরাপত্তা ব্যবস্থা কিছু নেই।’’ এই প্রসঙ্গ উত্থাপন করার পরেই পুরসভার চেয়ারপার্সন মালা রায় সজলকে সতর্ক করেন। তা সত্ত্বেও সজল বলতে থাকায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ।

পরে সভাকক্ষের বাইরে সজল অভিযোগ করেন, ‘‘কসবার ঘটনায় মেয়র পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন। ওই ঘটনার পরে কাউন্সিলরেরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই সেটি নিয়ে আলোচনা অত্যন্ত জরুরি ছিল। অথচ, সেই বিষয়ে বলতে গেলে বাধা দেওয়া হয়। এ তো বিরোধীদের কণ্ঠরোধ করা হল।’’

অধিবেশনে তৃণমূল পুরপ্রতিনিধি মীনাক্ষী গঙ্গোপাধ্যায় অভিযোগ করেন, ‘‘শহরের উদ্যানগুলিতে রাতে বহিরাগতদের আনাগোনা বাড়ছে। তাই রাতে উদ্যানের গেট বন্ধ রাখা হোক।’’ তাঁর এই বক্তব্যের সমর্থনে সজল বলতে উঠে কসবা-প্রসঙ্গ উত্থাপন করেন। পরে সজলের অভিযোগের জবাবে পুরসভার এক শীর্ষ কর্তা বলেন, ‘‘অধিবেশন-কক্ষে রাজনীতি চলে না। ওঁর কোনও কণ্ঠরোধ করা হয়নি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন