Kolkata Police

দ্রুত অপরাধ দমনে উদ্বোধন ৩০টি বাইকের

নগরপাল জানান, এই মুহূর্তে কলকাতা পুলিশে ৫৮টি পিসিআর ভ্যান রয়েছে। কিন্তু সেগুলি চার চাকার যান। তার সঙ্গেই যুক্ত হল ৩০টি মোটরবাইক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২৩ ০৬:৪৯
Share:

পুলিশ জানিয়েছে, প্রতিটি বাইকে প্রশিক্ষণপ্রাপ্ত দু'জন করে অফিসার থাকবেন। —প্রতীকী চিত্র।

কলকাতা পুলিশের জরুরি নম্বর ১০০ বা ১১২-তে ফোন করলে সাহায্য পৌঁছতে গড়ে সময় লাগে ৮ থেকে ১০ মিনিট। সেই সময় আরও কমিয়ে আনতে ৩০টি মোটরবাইক যুক্ত হল কলকাতা পুলিশে। শুক্রবার এই বাইকগুলির আনুষ্ঠানিক যাত্রা শুরু করে কলকাতার নগরপাল বিনীত গোয়েল বলেন, ‘‘এতে অপরাধ দমন আরও দ্রুত এবং কঠোর পথে করা যাবে। উপকৃত হবেন নাগরিকেরা।’’

Advertisement

নগরপাল জানান, এই মুহূর্তে কলকাতা পুলিশে ৫৮টি পিসিআর ভ্যান রয়েছে। কিন্তু সেগুলি চার চাকার যান। তার সঙ্গেই যুক্ত হল ৩০টি মোটরবাইক। এতে ঘিঞ্জি এলাকায় গিয়ে দ্রুত অপরাধ দমনে সুবিধা হবে। পুলিশ জানিয়েছে, প্রতিটি বাইকে প্রশিক্ষণপ্রাপ্ত দু'জন করে অফিসার থাকবেন। থাকবে একটি করে ট্যাব। ১০০ বা ১১২ নম্বরে ফোন এলে কন্ট্রোল রুম থেকে অভিযোগকারীর বা অপরাধ যেখানে ঘটছে, সেখানকার ঠিকানা লিখে নেওয়া হবে। কম্পিউটার ব্যবস্থায় সেই ঠিকানা তুলে দেওয়ার পরে সেটি পৌঁছে যাবে কাছাকাছি থাকা পিসিআর ভ্যান বা পিসিআর মোটরবাইকে। বাইক নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেখে ট্যাবে রিপোর্ট তুলবেন সংশ্লিষ্ট অফিসার। এর পরে ঘটনাস্থলের কাছাকাছি থানার অফিসারদের সাহায্য আসার পরে তাঁর কাজ শেষ হবে। নগরপাল বলেন, ‘‘এই ব্যবস্থা মহিলাদের নিরাপত্তা আরও জোরদার করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন