পূর্বাঞ্চলের প্রথম ই-আইসিইউ

পূর্বাঞ্চলের প্রথম ই-আইসিইউ-এর উদ্বোধন হল বুধবার। এর ফলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শহরে বসেই দূরের আইসিইউ-এর রোগীদের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ০১:০৬
Share:

পূর্বাঞ্চলের প্রথম ই-আইসিইউ-এর উদ্বোধন হল বুধবার। এর ফলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা শহরে বসেই দূরের আইসিইউ-এর রোগীদের কাছে পরিষেবা পৌঁছে দিতে পারবেন। মেডিকা হাসপাতালের এই বিশেষ পরিষেবাটির উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এর পরেই চিকিৎসক দিবস উপলক্ষে স্বাস্থ্য সংক্রান্ত একটি প্রশ্নোত্তরের আসরের আয়োজন করা হয়। আয়োজক ছিলেন বেঙ্গল চেম্বার অব কমার্স এবং ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের রাজ্য শাখা। স্বাস্থ্য দফতরের শীর্ষ কর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালের প্রধান ও বিশিষ্ট চিকিৎসকেরা এতে অংশ নেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement