যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র শোভনদেব পাল কী ভাবে জলের ট্যাঙ্কের উপর থেকে পড়ে গেলেন, তা এখনও জানা যায়নি। ঘটনার প্রাথমিক তদন্ত-রিপোর্ট বৃহস্পতিবার জমা পড়েছে উপাচার্য সুরঞ্জন দাসের কাছে। তাতে ছাত্রটির পড়ে যাওয়ার কারণ খুঁজে পাওয়া যায়নি বলেই উল্লেখ করা হয়েছে। এ দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন শোভনদেবের বাবা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নার্সিংহোমে ভর্তি শোভনদেবের চিকিৎসার সব খরচ বহন করবে বিশ্ববিদ্যালয়। সুরঞ্জনবাবু বলেন, ‘‘শোভনদেব কী ভাবে পড়ে গেলেন, তা প্রাথমিক রিপোর্টে স্পষ্ট নয়। কোনও র্যাগিংয়ের প্রমাণও মেলেনি। চাই ওই ছাত্র আগে সুস্থ হয়ে উঠুন।’’ গত ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের ছাদের ট্যাঙ্ক থেকে পড়ে যান ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগের ছাত্র শোভনদেব। মাথায় আঘাত পান তিনি। আপাতত তিনি ভর্তি মধ্য কলকাতার এক নার্সিংহোমে।