child death

চিকিৎসায় গাফিলতিতে শিশু মৃত্যুর অভিযোগে তাণ্ডব হাসপাতালে

চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবারওই শিশুর পরিবারের লোকজন হাসপাতালে তাণ্ডব চালায়। ঠিক কী ঘটেছিল?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৮ ১৩:২৯
Share:

মৃত শিশু সানা সাজাদ। —নিজস্ব চিত্র।

শিশুমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল পার্ক সার্কাসের ইনস্টিটিউট অব চাইল্ড হেল্থ হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বৃহস্পতিবার ওই শিশুর পরিবারের লোকজন হাসপাতালে তাণ্ডব চালায়। শিশু চিকিৎসক থেকে শুরু করে নার্স, এমনকি নিরাপত্তা রক্ষীদেরও মারধর করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ, শিশুর আত্মীয়রাএতটাই বেপরোয়া হয়ে উঠেছিল যে, ভাঙচুর করতে করতে তাঁরা পেডিয়াট্রিক ইনসেনটিভ কেয়ার ইউনিটেও ঢুকে পড়েন। সঙ্কটজনক অবস্থায় চিকিৎসাধীন শিশুদের সেখানে রাখা হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য রোগীর আত্মীয়রা।

খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এ দিন দুপুর পর্যন্ত হাসপাতালে উত্তেজনা ছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Advertisement

ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন — ফিরে দেখা এই দিন

আরও পড়ুন: বঙ্গে সিরিঞ্জ বোমা, ধন্দে গোয়েন্দারা

শিশুমৃত্যুর খবর পেয়ে হাসপাতালে চত্বরে রোগীর আত্মীয়রা। —নিজস্ব চিত্র।

হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে পার্ক সার্কাসের বাসিন্দা সানা সাজাদ শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। রাতে তার শারীরিক পরিস্থিতি আরও সঙ্কটজনক হয়ে ওঠে। বৃহস্পতিবার সকালে ওই শিশুকন্যার মৃত্যু হলে পরিস্থিতি কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠে। হাসপাতালে ঢুকে কম্পিউটার ভাঙচুর করতে শুরু করেন শিশুর পরিবারের লোকজন।

আরও পড়ুন: বাড়ি-গাড়ি ভাঙচুর করে চলল তাণ্ডব, অভিযুক্ত কাউন্সিলরই

নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তাঁদেরও মারধর করা হয় বলে অভিযোগ। হাসপাতালের এক কর্মী বলেন, “রোগীদের সব রকমের তথ্য কম্পিউটারে রাখা ছিল। ভাঙচুরের ফলে এখন পরিষেবা দিতে সমস্যা হচ্ছে। চিকিৎসক থেকে শুরু করে নার্সদেরও হেনস্থা করা হয়।”

ভাঙচুরের ঘটনায় তদন্ত নেমেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করা হচ্ছে অভিযুক্তদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন