শহরে আন্তর্জাতিক আলোকচিত্র উৎসব 

শুধু পেশাদার আলোকচিত্রীদেরই নয়, এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শহরের তরুণ আলোকচিত্রী, এমনকি, স্কুলপড়ুয়াদের কাজও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০১৯ ০০:০২
Share:

প্রতীকী ছবি

দেশের সংখ্যা ৪০। আলোকচিত্রী ২৫০ জনেরও বেশি। আর কলকাতার ১০টি পরিচিত জায়গা। এই তিনে মিলে তৈরি হয়েছে কলকাতা আর্ন্তজাতিক আলোকচিত্র উৎসব। বুধবার, ভারতীয় জাদুঘরে আনুষ্ঠানিক উদ্বোধন হল এই উৎসবের। চলবে ৬ মার্চ পর্যন্ত। ভিক্টোরিয়া মেমোরিয়াল, ভারতীয় জাদুঘর, জেম সিনেমা, আইসিসিআর, গগনেন্দ্র শিল্প প্রর্দশশালা, নন্দন, দাগা নিকুঞ্জ, মায়া আর্ট স্পেস, হ্যারিংটন স্ট্রিট আর্ট সেন্টার এবং ইমামি কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি— এই দশটি জায়গায় চলবে প্রদর্শনী।

Advertisement

শুধু পেশাদার আলোকচিত্রীদেরই নয়, এই প্রদর্শনীতে স্থান পেয়েছে শহরের তরুণ আলোকচিত্রী, এমনকি, স্কুলপড়ুয়াদের কাজও। উৎসবের অন্যতম উদ্যোক্তা মধুছন্দা সেন জানান, এই প্রদর্শনীর অন্যতম আকর্ষণ বেশ কিছু অপ্রকাশিত কাজ। সেই তালিকায় রয়েছে রঘু রাইয়ের চোখে কলকাতার পুজো। আবার সত্যজিৎ রায়, যোগেন চৌধুরী, গণেশ হালুই, বিকাশ ভট্টাচার্য, গৌতম ঘোষ, কুণাল বসু, শান্তনু মৈত্র, পরেশ মাইতি বা চিত্রভানু মজুমদারের তোলা ছবি প্রথমবার দেখা যাবে এই উৎসবে। থাকছে এ শহরের প্রবীণ আলোকচিত্রীদের কয়েক দশকের কাজও। ভারতের প্রথম আন্টার্কটিকা অভিযানের সদস্য সুদীপ্তা সেনগুপ্ত এবং পর্বতারোহী সত্যরূপ সিদ্ধান্তের তোলা আন্টার্কটিকার ছবি রয়েছে একটি বিভাগে।

শুধু আলোকচিত্রের প্রদর্শনীই নয়, এই উৎসবের অঙ্গ হিসেবেই থাকছে আলোচনা এবং তথ্যচিত্র প্রদর্শন। নবীন আলোকচিত্রীদের জন্য রয়েছে পোর্টফোলিয়ো রিভিউ-এর সুযোগ। অভিজ্ঞদের কাছ থেকে তাঁরা পাবেন নানা পরামর্শ, জেনে নিতে পারবেন ছবি তোলার খুঁটিনাটি।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন