স্টেশনে কম দামে পানীয় জলের বোতল

তেষ্টা মেটাতে মোটা টাকা দিয়ে আর বোতলবন্দি পানীয় জল পান করতে হবে না। স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে কলের জল পানেরও কোনও দরকার নেই। পরিস্রুত ও ফ্রিজের ঠান্ডা জল এ বার সস্তায় মিলবে শহরের বিভিন্ন রেলস্টেশনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০০:০০
Share:

তেষ্টা মেটাতে মোটা টাকা দিয়ে আর বোতলবন্দি পানীয় জল পান করতে হবে না। স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে কলের জল পানেরও কোনও দরকার নেই। পরিস্রুত ও ফ্রিজের ঠান্ডা জল এ বার সস্তায় মিলবে শহরের বিভিন্ন রেলস্টেশনে।

Advertisement

প্রথমে দমদম, তার পর বালিগঞ্জ স্টেশনে এক মাসের মধ্যে ওই ওয়াটার ভেন্ডিং মেশিন বসাতে চলেছে আইআরসিটিসি (ইন্ডিয়ান
রেলওয়ে কেটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন)।

আইআরসিটিসি সূত্রের খবর, ওই মেশিন থেকে বেরোনো ২০০ মিলিলিটার জল এক টাকায় মিলবে। তবে সে ক্ষেত্রে জল ধরার গ্লাস, পাত্র বা বোতল নিজের থাকতে হবে। কাগজের গ্লাস-সহ ২০০ এমএল জলের দাম পড়বে ২ টাকা। তেমনই বোতল ছাড়া এক লিটার জলের দাম পাঁচ টাকা, বোতল সমেত আট টাকা। যেখানে এক লিটারের বোতল বন্দি পানীয় জলের দাম ২০ টাকা।

Advertisement

সংস্থার পূর্বাঞ্চলের গ্রুপ জেনারেল ম্যানেজার দেবাশিস চন্দ্র বলেন, ‘‘সাধারণ মানুষের জন্য এই প্রকল্প। বোতলবন্দি পানীয় জল কেনার সামর্থ্য সবার নেই।’’ তিনি জানান, আপাতত শিয়ালদহ ডিভিশনের উত্তর ও দক্ষিণের দু’টি স্টেশনে ওই মেশিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেবাশিসবাবু আরও জানান, ধীরে ধীরে ওই মেশিন বসবে শহরের অন্যান্য স্টেশনগুলিতে। প্রতি দিন লোকাল ট্রেন ধরতে আসা অসংখ্য যাত্রীদের কথা ভেবে এই সিদ্ধান্ত।

সংস্থার দাবি, গুণমানের দিক থেকে ভেন্ডিং মেশিনের ওই জল বোতলবন্দি পানীয় জলের প্রায় সমতুল। ইতিমধ্যে আসানসোল এবং নিউ জলপাইগুড়ি স্টেশনে বসানো মেশিন থেকে সস্তায় শুদ্ধ জল মিলছে। মালদহে মেশিন বসানোর কাজ চলছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement