Students Union

রাতভর অবস্থান বিক্ষোভে যাদবপুরের পড়ুয়ারা

কলা বিভাগের ভর্তি-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতায় রাতভর অবস্থান বিক্ষোভ জারি রইল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ জুন ২০১৮ ১২:০৯
Share:

রাতভর চলে অবস্থান বিক্ষোভ। ছবি: শশাঙ্ক মণ্ডল।

কলা বিভাগের ভর্তি-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্তের বিরোধিতায় রাতভর অবস্থান বিক্ষোভ জারি রইল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। পড়ুয়ারা ঘেরাও করে রাখলেন উপাচার্য, রেজিস্ট্রার-সহ অন্যান্য কর্মীদের। এই ঘটনাকে কেন্দ্র করে স্লোগান, পোস্টারে ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Advertisement

কলা বিভাগের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক দেবরাজ দেবনাথ বলেন, ‘‘গত ৯ জুন নোটিস জারি করে বলা হয়েছিল, আগামী ৩-৫ জুলাই বিএ প্রবেশিকা পরীক্ষা হবে। কিন্তু সোমবার আচমকাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঘোষণা করে এই পরীক্ষা স্থগিত করে দেন।’’ তাঁর দাবি যত ক্ষণ না ছাত্রদের দাবি মেনে নেওয়া হচ্ছে, তত ক্ষণ এই বিক্ষোভ চলবে। তবে, বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিংবা রেজিস্ট্রারের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

কিছু বিষয়ে সরাসরি ভর্তি আর কোনও কোনও বিষয়ে প্রবেশিকা, এমন ব্যবস্থা নিয়ে দীর্ঘ দিন ধরেই আপত্তি জানিয়ে আসছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শেষ পর্যন্ত কলা বিভাগের ভর্তি-পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় যাদবপুর বিশ্ববিদ্যালয়। তার বিরোধিতায় সোমবার ধর্নায় বসে পড়েন ছাত্রছাত্রীদের একাংশ। ভিতরে আটকে পড়েন উপাচার্য এবং কর্মসমিতির অন্য সদস্যেরা। রাতভর চলে সেই বিক্ষোভ।

Advertisement

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস। ছবি: শশাঙ্ক মণ্ডল।

গত জুলাইয়েও যাদবপুরের এক অনুষ্ঠানে গিয়ে কিছু বিষয়ে ভর্তির পরীক্ষা নেওয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। তার পরে, গত নভেম্বরে তিনি জানিয়ে দেন, আগামী শিক্ষাবর্ষ থেকে কলা বিভাগের প্রতিটি বিষয়ে নম্বরের ভিত্তিতেই ভর্তি নিতে হবে। একটি বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভর্তির নিয়ম হবে একটাই। কিছু বিষয়ে নম্বরের ভিত্তিতে ভর্তি আর কিছু ক্ষেত্রে প্রবেশিকা— এটা কোনও মতেই চলতে পারে না। সম্প্রতি অবশ্য তিনি জানান, এটা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপার।

আরও পড়ুন: প্রবেশিকা বন্ধ, যাদবপুরে ধর্নায় পড়ুয়ারা​

আরও পড়ুন: নদিয়ায় ‘পাশে থাকা’র বার্তা পার্থ, শুভেন্দুদের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement