Jadavpur University

যাদবপুরের অভ্যন্তরীণ নিরাপত্তার রিপোর্ট পেশ হাই কোর্টে

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, নিরাপত্তার কাজের অগ্রগতির রিপোর্ট আগামী ২১ জানুয়ারির মধ্যে কোর্টে জমা দিতে হবে। সে দিনই এই মামলার পরবর্তী শুনানি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ০৯:৫১
Share:

—প্রতীকী চিত্র।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ নিরাপত্তা আঁটোসাঁটো করতে কী কী পদক্ষেপ করা হয়েছে, বৃহস্পতিবার সেই সংক্রান্ত রিপোর্ট কলকাতা হাই কোর্টে জমা দিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁদের আইনজীবী ঋজু ঘোষাল জানান, আদালতের নির্দেশ মতো বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা এবং সেই কাজে অর্থ বরাদ্দের বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছেন কর্তৃপক্ষ। এই খাতে যাদবপুরকে প্রায় ৬৪ লক্ষ টাকাও দিয়েছে উচ্চ শিক্ষা দফতর। আইনজীবীর আরও দাবি, বিশ্ববিদ্যালয়ে ৭০টি সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে একটি বেসরকারি সংস্থাকে। আগামী ৪৫ দিনের মধ্যে ক্যামেরা বসানোর কাজ সম্পূর্ণ করা হবে। এর পাশাপাশি, সেনা বোর্ড থেকে ৩২ জন অবসরপ্রাপ্ত সেনাকর্মীকে নিরাপত্তারক্ষী হিসাবে নিয়োগ করার সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয়।

এ দিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের নির্দেশ, নিরাপত্তার কাজের অগ্রগতির রিপোর্ট আগামী ২১ জানুয়ারির মধ্যে কোর্টে জমা দিতে হবে। সে দিনই এই মামলার পরবর্তী শুনানি।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া একের পর এক ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানকার অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার আর্জি জানিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল হাই কোর্টে। তার পরেই পুজোর ছুটিতে হস্টেল বন্ধ রাখা-সহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তায় সিসি ক্যামেরা বসানো, রক্ষী নিয়োগ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং যাদবপুর কর্তৃপক্ষকে বৈঠকে বসার নির্দেশ দেয় আদালত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন