Gajoldoba in Kolkata

পূর্ব কলকাতা জলাভূমি হবে নয়া গজোলডোবা! উত্তরবঙ্গের তিস্তা পারকে তুলে আনতে রাজ্যের অনুমতি চাইল কলকাতা পুরসভা

এক সময় কলকাতার নিকাশি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল পূর্ব কলকাতার বিশাল জলাভূমি। পাশাপাশি, এই অঞ্চল ছিল শহরের পরিবেশের ভারসাম্য রক্ষাকারী। সেই সঙ্গে বহু পাখি, মাছ এবং জলজ উদ্ভিদের নিরাপদ আশ্রয়স্থলও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেআইনি দখল, বসতি, গ্যারাজ, কারখানা ও বহুতলের চাপে সঙ্কুচিত হয়ে পড়েছে পূর্ব কলকাতা জলাভূমি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৫ ১৩:৩৩
Share:

—প্রতীকী ছবি।

কলকাতার বুকে গড়ে উঠতে চলেছে এক নতুন পর্যটনকেন্দ্র। গজোলডোবার মডেলে এ বার পূর্ব কলকাতা জলাভূমিকে ঘিরে গড়ে তোলা হবে আধুনিক পর্যটনক্ষেত্র। উদ্যোগী হচ্ছে কলকাতা পুরসভা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানিয়েছেন, পূর্ব কলকাতা জলাভূমির প্রাকৃতিক সৌন্দর্য এবং জীব-বৈচিত্র্য রক্ষা করেই এলাকাটিকে পর্যটকদের আকর্ষণের কেন্দ্র করে তোলা হবে। উত্তরবঙ্গে তিস্তা ব্যারাজ লাগোয়া গজোলডোবাকে ঘিরে যেমন পর্যটনের পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল, সে ভাবেই এ বার পূর্ব কলকাতা জলাভূমিতে সৌন্দর্যায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে এই বিষয়ে প্রস্তাব পাঠিয়েছে কলকাতা পুরসভা। ফিরহাদ বলেছেন, ‘‘জলাভূমি হল কলকাতার সম্পদ।” দীর্ঘ দিন উপেক্ষিত থাকা এই অঞ্চলকে এ বার সজীব করে তুলতে চায় পুরসভা।

Advertisement

এক সময় কলকাতার নিকাশি ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ ছিল এই বিশাল জলাভূমি। পাশাপাশি, এই অঞ্চল ছিল শহরের পরিবেশের ভারসাম্য রক্ষাকারী। সেই সঙ্গে বহু পাখি, মাছ এবং জলজ উদ্ভিদের নিরাপদ আশ্রয়স্থলও। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বেআইনি দখল, বসতি, গ্যারাজ, কারখানা ও বহুতলের চাপে সঙ্কুচিত হয়ে পড়েছে পূর্ব কলকাতা জলাভূমি। এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে এ বার খোলনলচে বদলের পথে হাঁটতে চাইছে কলকাতা পুরসভা। পর্যটনকেন্দ্র গড়ে তোলার জন্য বাইরের পরামর্শদাতা সংস্থার সাহায্য নেওয়ার কথাও জানানো হয়েছে। পুর কমিশনার ধবল জৈনকে এ বিষয়ে দায়িত্ব দিয়েছেন মেয়র। নির্দেশ দেওয়া হয়েছে, সৌন্দর্যায়নের পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা, আইনি বাধা-বিপত্তি এবং মৎস্য দফতরের নিয়মাবলি খতিয়ে দেখে পরিকল্পনা তৈরি করতে। সেই পরিকল্পনার ভিত্তিতে পর্যটনকেন্দ্রে রাখা হবে হাউসবোট, রেস্তরাঁ, মাছ ধরা এবং অন্যান্য বিনোদনের ব্যবস্থা।

মেয়র বলেছেন, “পূর্ব কলকাতা জলাভূমি রক্ষা এবং উন্নয়ন করা আমাদের কর্তব্য। বাম আমলে অনেকটা দখল হয়ে গিয়েছিল। আমরা তখন ক্ষমতায় ছিলাম না। এখন মুখ্যমন্ত্রী নিজে প্রকৃতিপ্রেমী, তাঁর সহায়তায় এই প্রকল্প সফল করব।” তিনি আরও বলেন, “পয়সা লাগলে লাগুক, কলকাতাবাসী এবং আশপাশের মানুষের জন্য এক নতুন ভ্রমণকেন্দ্র হিসাবে গড়ে তুলব জলাভূমিকে।” পর্যটন প্রকল্প বাস্তবায়িত হলে যেমন পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে, তেমনই অর্থনৈতিক দিক থেকেও লাভবান হবে শহর ও রাজ্য। সর্বোপরি, প্রকৃতি ও আধুনিক পরিকাঠামোর সমন্বয়ে পূর্ব কলকাতা জলাভূমি হয়ে উঠতে পারে কলকাতার ‘নতুন গজোলডোবা’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement