লক্ষ্মীপুজোর বিসর্জনেও বাড়তি গুরুত্ব

পুরসভা সূত্রে খবর, শনিবার পর্যন্ত বাজে কদমতলা ঘাটে ৫৭৬টি, নিমতলা ঘাটে ৩৫৩টি এবং জাজেস ঘাটেও সাড়ে তিনশোর মতো লক্ষ্মী প্রতিমা বিসর্জন হয়েছে। তবে আরও প্রতিমা বিসর্জন হতে পারে এমনটা ধরে নিয়ে আজও সব ব্যবস্থা রাখছে পুরসভা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৮ ০১:৪৪
Share:

লক্ষ্মীপুজোর বিসর্জনে এ বার বাড়তি গুরুত্ব দিয়েছে কলকাতা পুরসভা।—ফাইল চিত্র

দুর্গাপুজোয় বিসর্জনের কী ব্যবস্থা করা হচ্ছে, হলফনামা জমা দিয়ে কলকাতা পুরসভাকে জানাতে বলেছিল জাতীয় পরিবেশ আদালত। সেই মতো পুরসভা সুষ্ঠু ব্যবস্থাও করেছিল, যা দেখে খুশি হয়েছিলেন পরিবেশকর্মীরা। কিন্তু পরিবেশ আদালতের ‘চাপে’ লক্ষ্মীপুজোর বিসর্জনে এ বার বাড়তি গুরুত্ব দিয়েছে পুরসভা। আজ, রবিবার পর্যন্ত গঙ্গার ঘাটে বিসর্জনের ব্যবস্থা করা হয়েছে বলে জানাচ্ছেন পুর আধিকারিকেরা।

Advertisement

পুরসভা সূত্রে খবর, শনিবার পর্যন্ত বাজে কদমতলা ঘাটে ৫৭৬টি, নিমতলা ঘাটে ৩৫৩টি এবং জাজেস ঘাটেও সাড়ে তিনশোর মতো লক্ষ্মী প্রতিমা বিসর্জন হয়েছে। তবে আরও প্রতিমা বিসর্জন হতে পারে এমনটা ধরে নিয়ে আজও সব ব্যবস্থা রাখছে পুরসভা। এক পদস্থ পুরকর্তার কথায়, ‘‘আমরা কালীপুজো পর্যন্ত বিসর্জনের সুষ্ঠু ব্যবস্থা রাখছি। কারণ, শেষ মুহূর্তে এসে পরিকাঠামো নিয়ে কোনও প্রশ্ন উঠলে সেটা অস্বস্তিকর হবে।’’

প্রসঙ্গত, গঙ্গাদূষণ রোধে পুরসভার সক্রিয়তা নিয়ে এর আগে প্রশ্ন উঠেছিল। কারণ, বিসর্জনের পরে প্রতিমার কাঠামো, পুজোয় ব্যবহৃত সামগ্রী পড়ে থাকতে দেখা গিয়েছিল গঙ্গার ঘাটগুলিতে। বড় ঘাটগুলি পরিষ্কার করা হলেও ছোট ঘাটগুলিতে সে ভাবে নজর দেওয়া হয় না বলে সরব হয়েছিলেন পরিবেশকর্মীরা। তাই এ বার বড় ঘাটগুলির পাশাপাশি ছোট ঘাটগুলিতেও বাড়তি গুরুত্ব দিয়েছে পুরসভা। কারণ, ছোট ঘাটগুলিতে চাপ আগের থেকে অনেকটাই বেড়েছে বলে জানাচ্ছেন পুর আধিকারিকেরা। মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার বলেন, ‘‘লক্ষ্মীপুজোর বিসর্জনে পুরসভার কর্মীরাই সব দায়িত্ব পালন করেন। এ বছরও তা-ই করা হয়েছে।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন