KMC Result 2021

KMC Municipal Election Result 2021: কলকাতার দুই লোকসভা আসনে পদ্মের থেকে জোড়াফুল এগিয়ে প্রায় ১০ লক্ষ ভোটে!

পরের লোকসভা ভোট এখনও ৩ বছর দূরে। প্রায় ১০ লক্ষ ভোটে এগিয়ে থেকে ২০২৪ সালের লোকসভা ভোটে কলকাতায় নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২১ ১৭:৩১
Share:

দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে রয়েছে ৯ লক্ষ ৯০ হাজার ২২ ভোটে। ফাইল ছবি।

সদ্যসমাপ্ত কলকাতা পুরভোটের ফলাফলের নিরিখে লোকসভা আসনের নিরিখে তৃণমূল এবং তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বীর মধ্যে ব্যবধান প্রায় ১০ লক্ষ ভোটের! অর্থাৎ, রাজ্যের প্রধান বিরোধীদল বিজেপি শাসক তৃণমূলের চেয়ে প্রায় ১০ লক্ষ ভোটে পিছিয়ে রয়েছে কলকাতার দু’টি লোকসভা আসনে।

কলকাতা পুর এলাকার মধ্যে মূলত পড়ছে কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর লোকসভা আসন। মঙ্গলবার প্রকাশিত কলকাতা পুরভোটের লোকসভা-ভিত্তিক ফল বলছে, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রাপ্ত মোট ভোট ৭ লক্ষ ৫৩ হাজার ৯৪১। দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। তাদের মোট প্রাপ্ত ভোট ৯৪ হাজার ৪৩০। অর্থাৎ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের লোকসভা উত্তর কেন্দ্রে পুরভোটের ফলাফলের নিরিখে প্রথম স্থানে থাকা তৃণমূল এবং দ্বিতীয় স্থানে থাকা বিজেপি-র মধ্যে ব্যবধান ৬ লক্ষ ৫৯ হাজার ৫১১ ভোটের।

Advertisement

প্রসঙ্গত, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে বামেরা পেয়েছে ৬৮,১১৮ ভোট। কংগ্রেসের ঝুলিতে এসেছে ৫৭,৭৫০ ভোট।

গ্রাফিক— শৌভিক দেবনাথ।

আবার কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের পুরসভাওয়াড়ি ফল বলছে, এ ক্ষেত্রে দু’পক্ষের ব্যবধান ৩ লক্ষ ৩০ হাজার ৫১১। কলকাতা দক্ষিণ কেন্দ্রের সাংসদ মালা রায় এই পুরভোটেও ৮৮ নম্বর ওয়ার্ডের প্রার্থী হয়েছিলেন। তিনি প্রত্যাশিত ভাবেই জিতেছেন। তাঁর লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণে পুরভোটে তৃণমূল পেয়েছে মোট ৩ লক্ষ ৮৬ হাজার ২টি ভোট। লোকসভা-ভিত্তিক ফলাফলে তৃণমূলের নিকটতম স্থানে রয়েছে বিজেপি। তারা ওই লোকসভা কেন্দ্র এলাকায়। পেয়েছে মোট ৫৫,৪৯১টি ভোট। অর্থাৎ, ব্যবধান ৩ লক্ষ ৩০ হাজার ৫১১ ভোটের।

Advertisement

কলকাতা দক্ষিণ লোকসভা এলাকায় পুরভোটে বামেরা পেয়েছে মোট ৪১,২২৫ ভোট। কংগ্রেস পেয়েছে মোট ২৬,৩৩৩ ভোট।

কলকাতা পুরসভার প্রকাশিত ফল অনুযায়ী, কলকাতা উত্তর ও দক্ষিণ— দুই লোকসভা কেন্দ্রে তৃণমূল নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এগিয়ে রয়েছে ৯ লক্ষ ৯০ হাজার ২২ ভোটে। পরবর্তী লোকসভা ভোট এখনও ৩ বছর দূরে। তার আগে কলকাতা পুর এলাকায় সেই অর্থে নেই কোনও বড়মাপের ভোট। অর্থাৎ সব ঠিক থাকলে প্রায় ১০ লক্ষ ভোটে এগিয়ে থেকে ২০২৪ সালের লোকসভা ভোটে কলকাতায় নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে এ ক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, পুরসভা এবং লোকসভা-বিধানসভায় ভোট দেওয়ার ক্ষেত্রে ভিন্ন মাপকাঠি বিবেচনায় রাখেন সাধারণ মানুষ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন