Green City Kolkata

কলকাতার কোথায় কোন গাছ রয়েছে, মিলবে এক ক্লিকে, সবুজ ডিজিটাল তথ্যভান্ডার তৈরির পথে পুরসভা

সূত্রের খবর, খুব শীঘ্রই গাছের সংখ্যা, অবস্থান, প্রজাতি ও উচ্চতা-সহ যাবতীয় তথ্য সংগ্রহের জন্য বড়সড় সমীক্ষা শুরু হবে। সেই তথ্য ডিজিটাল ডেটাবেসের অন্তর্ভুক্ত করে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। ফলে কলকাতা বইমেলায় পুরসভার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ খুললেই গাছের অবস্থান জানা যাবে মানচিত্রে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৪:৩৩
Share:

কলকাতা কত গাছ আছে? জানা যাবে পুরসভার নতুন প্রক্রিয়ায় । —ফাইল চিত্র।

শহরের সবুজের সঠিক পরিসংখ্যান এ বার ডিজিটালি নথিভুক্ত করতে চলেছে কলকাতা পুরসভা। সূত্রের খবর, খুব শীঘ্রই গাছের সংখ্যা, অবস্থান, প্রজাতি ও উচ্চতা-সহ যাবতীয় তথ্য সংগ্রহের জন্য বড়সড় সমীক্ষা শুরু হবে। সেই তথ্য ডিজিটাল ডেটাবেসের অন্তর্ভুক্ত করে নাগরিকদের জন্য উন্মুক্ত করা হবে। ফলে কলকাতা বইমেলায় পুরসভার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ খুললেই গাছের অবস্থান জানা যাবে মানচিত্রে। কোন রাস্তায় বা পার্কে কতগুলি গাছ রয়েছে, কী প্রজাতির তা— সবই থাকবে এক ক্লিক দূরে।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, এই প্রকল্পের জন্য খুব তাড়াতাড়ি দরপত্র ডাকা হবে। তথ্যপ্রযুক্তির ব্যবহার ঘটিয়ে শহরের সবুজ সম্পদের এক আধুনিক তথ্যভান্ডার গড়ে তুলতেই এই উদ্যোগ। বর্তমানে কলকাতা পুরসভার কাছে শহরে মোট কত গাছ রয়েছে তার কোনও নির্ভুল তথ্য নেই। উদ্যান বিভাগের এক আধিকারিক বলেন, “শহরে কত গাছ রয়েছে, তা নির্দিষ্ট ভাবে বলা মুশকিল। ধারণা করা হয়, রাস্তা ও পার্ক মিলিয়ে প্রায় সাড়ে তিন লক্ষ গাছ আছে। কিন্তু এই সংখ্যা নিশ্চিত নয়। তাই পুঙ্খানুপুঙ্খ তথ্যভিত্তিক সমীক্ষা করা প্রয়োজন।” পুর কর্তৃপক্ষের পরিকল্পনা অনুযায়ী, প্রথমে ফিল্ড সার্ভে হবে, যেখানে প্রতিটি গাছের অবস্থান ও বৈশিষ্ট্য রেকর্ড করা হবে। এর পর সেই তথ্য ডিজিটালি ম্যাপিং করে সংরক্ষণ করা হবে। প্রয়োজনে পুরো সমীক্ষা প্রক্রিয়ায় ড্রোনও ব্যবহার করা হতে পারে। এক পুরকর্তা জানান, “আমাদের লক্ষ্য এমন একটি ইন্টার‌্যাক্টিভ ডেটাবেস তৈরি করা, যেখানে নাগরিকেরা রাস্তায় নাম লিখলেই গুগ্‌ল ম্যাপের মাধ্যমে দেখতে পারবেন, কোন গাছ কোথায় রয়েছে, তার উচ্চতা ও প্রজাতি কী।”

এই প্রকল্পের মাধ্যমে শুধু পরিবেশ সংরক্ষণই নয়, ভবিষ্যতে গাছ কাটার অনুমতি, নতুন গাছ লাগানো কিংবা রক্ষণাবেক্ষণের ক্ষেত্রেও পুরসভার কাজ অনেক সহজ হবে বলে মনে করা হচ্ছে। সবুজের নিখুঁত ডেটাবেস থাকলে শহরের পরিবেশ পরিকল্পনায়ও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পুরসভার আশা, আগামী কয়েক মাসের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলে সমীক্ষার কাজ শুরু করা যাবে। বিশেষজ্ঞদের মতে, কলকাতায় সবুজ বাঁচানোর লড়াইয়ের ক্ষেত্রে কলকাতা পুরসভার এই সমীক্ষা পরিবেশপ্রেমীদের স্বস্তি দেবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement