ট্রেড লাইসেন্স দিতে বাজারে বসবে শিবির

সোমবার পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষ জানান, খাদ্যে ভেজাল ধরার অভিযান চালাতে গিয়ে দেখা গিয়েছে, অনেকেরই ট্রেড লাইসেন্স নেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৮ ০১:৪৫
Share:

ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স দিতে বাজারগুলিতে শিবির করবে পুর প্রশাসন।

কলকাতার বিভিন্ন বাজারে এমন অনেক ব্যবসায়ী আছেন, যাঁরা এখনও ট্রেড লাইসেন্স করাননি। এ বার তাঁদের সেই সুযোগ দিতে বাজারগুলিতে শিবির করবে পুর প্রশাসন। সোমবার পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ অতীন ঘোষ জানান, খাদ্যে ভেজাল ধরার অভিযান চালাতে গিয়ে দেখা গিয়েছে, অনেকেরই ট্রেড লাইসেন্স নেই। কোনও স্থায়ী দোকানদারের যদি ট্রেড লাইসেন্স না থাকে, তা হলে তাঁর বিরুদ্ধে কখনও কোনও ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে নানা জটিলতা দেখা দেয়। সেই সব ভেবেই কলকাতার বিভিন্ন বাজারে ট্রেড লাইসেন্স দেওয়ার শিবির করা হবে। আগামী এপ্রিল থেকেই ওই কর্মসূচি শুরু হবে বলে জানান মেয়র পারিষদ।

Advertisement

পুরসভা সূত্রের খবর, বর্তমানে শহরে প্রায় সাত লক্ষ ব্যবসায়ীর থাকলেও ট্রেড লাইসেন্স ফি দেন মাত্র সাড়ে তিন লক্ষ ব্যবসায়ী। বাকিদের কারও লাইসেন্স বাতিল হয়ে গিয়েছে। কারও বা লাইসেন্সই নেই। এ বার প্রত্যেককে ট্রেড লাইসেন্সের আওতায় আনতে চায় পুর প্রশাসন। অতীনবাবু জানান, শহরের সব বাজারে শিবির করবে পুরসভার ট্রেড লাইসেন্স দফতর।
অফিসারেরা প্রতিটি দোকানে গিয়ে খোঁজ নেবেন, কার লাইসেন্স নেই।

লাইসেন্স দফতরের এক কর্তা জানান, বাজারের সব দোকান যে ট্রেড লাইসেন্স করার সুযোগ পাবে, তেমনটা নয়। যে বাজারে দোকান রয়েছে, সেখানে দোকানিকে দেখাতে হবে, দোকানঘরটি তাঁর নিজস্ব মালিকানার কি না। ভাড়ায় নেওয়া হয়ে থাকলে দাখিল করতে হবে তার কাগজপত্র। তবেই ওই দোকানদার ট্রেড লাইসেন্স করাতে পারবেন। অতীনবাবু জানান, ট্রেড লাইসেন্স হয়ে গেলে খাবারের দোকানগুলিতে আলাদা করে ফুড সেফটি লাইসেন্স দেওয়ার কাজও শুরু করবে পুরসভা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement