KMC

প্রশাসকমণ্ডলী নিয়ে নির্দেশিকা আজ

করোনা সংক্রমণের জেরে নির্দিষ্ট সময়ে পুরভোট করা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ মে ২০২০ ০৩:৩০
Share:

ফাইল চিত্র।

কলকাতা পুরসভায় ১৪ সদস্যের প্রশাসকমণ্ডলী বসানোর সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত। বর্তমান মেয়র, ডেপুটি মেয়র এবং ১২ জন মেয়র পারিষদ থাকবেন ওই প্রশাসকমণ্ডলীতে। আজ, বুধবার সেই সংক্রান্ত নির্দেশিকা বার করবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। ২০১৫ সালে গঠিত বর্তমান পুর বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে কাল, বৃহস্পতিবার। ওই দিন সরকারি ছুটি থাকায় আজ, বুধবারই সরকারি নির্দেশিকা বার করা হচ্ছে। পুরসভা সূত্রের খবর, প্রশাসকমণ্ডলীর মধ্যে থেকে এক জন হবেন প্রধান। বাকিরা সদস্য। তবে বাকি সদস্যদের এখনকার মতোই আলাদা আলাদা দফতর দেখার দায়িত্ব দেওয়া হতে পারে। পুরসভা সূত্রের খবর, বর্তমান মেয়রই প্রশাসকমণ্ডলীর প্রধান পদে থাকবেন।

Advertisement

করোনা সংক্রমণের জেরে নির্দিষ্ট সময়ে পুরভোট করা যায়নি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে কলকাতা পুর আইনের ৬৩৪ নম্বর ধারা অনুযায়ী প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে খবর। তবে সরকারি কোনও আধিকারিকের বদলে রাজনৈতিক ব্যক্তিত্বদের প্রশাসকমণ্ডলীতে স্থান দেওয়া নিয়ে চর্চা শুরু হয়েছে পুর মহলে। মেয়র পারিষদেরা প্রশাসকমণ্ডলীতে ঠাঁই পেলেও পুরসভার চেয়ারপার্সন, বরো চেয়ারম্যান, মুখ্য সচেতক পদগুলি থাকছে না। মেয়াদ শেষে কাউন্সিলরদের ভূমিকা কী হবে, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে প্রশাসকমণ্ডলী বসার পরে বর্তমান চেয়ারম্যান এবং কাউন্সিলরদের বিশেষ দায়িত্ব দেওয়া হতে পারে বলে পুরসভা সূত্রের খবর। কলকাতায় করোনা পরিস্থিতির মোকাবিলায় কাউন্সিলরদের ভূমিকা জরুরি বলে মনে করছেন পুরকর্তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন