ট্যাক্সি স্ট্যান্ড

শহরের বিভিন্ন জায়গায় ট্যাক্সি স্ট্যান্ড তৈরি করবে পুরসভা। ট্যাক্সিচালকদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানান মেয়র শোভন চট্টোপাধ্যায়। এ নিয়ে কলকাতা পুলিশের (ট্রাফিক) সঙ্গে পুরসভার বৈঠকও হয়েছে। মেয়র পারিষদ (পার্কিং) দেবাশিস কুমার জানান, শহরে সাড়ে তিনশোর বেশি পার্কিং লট আছে। তার পাশেই ট্যাক্সি রাখার জায়গা দেওয়া হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুন ২০১৫ ০৩:৪২
Share:

শহরের বিভিন্ন জায়গায় ট্যাক্সি স্ট্যান্ড তৈরি করবে পুরসভা। ট্যাক্সিচালকদের সুবিধার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে জানান মেয়র শোভন চট্টোপাধ্যায়। এ নিয়ে কলকাতা পুলিশের (ট্রাফিক) সঙ্গে পুরসভার বৈঠকও হয়েছে। মেয়র পারিষদ (পার্কিং) দেবাশিস কুমার জানান, শহরে সাড়ে তিনশোর বেশি পার্কিং লট আছে। তার পাশেই ট্যাক্সি রাখার জায়গা দেওয়া হবে। এতে প্রায় ৮০০ ট্যাক্সি রাখা যাবে। মেয়র জানান, পুলিশকে তালিকা দেওয়া হয়েছে। তারা সেই জায়গা সমীক্ষা করে দেখবেন। তার পরে ঠিক হবে কোন কোন জায়গায় স্ট্যান্ড হবে। দেবাশিসবাবু জানান, আরও কিছু জায়গার কথা বলা হয়েছে পুলিশকে। সেখানে নতুন পার্কিং লট করা যায় কি না, তা-ও খতিয়ে দেখতে বলা হয়েছে। সম্মতি মিললে পার্কিং লটের সংখ্যা বাড়ানো যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement