পুরনো ১১ সেতু নিয়ে আজ বৈঠকে মন্ত্রী

কেএমডিএ-র অধীনে কলকাতার ১৫টি সেতুর স্বাস্থ্য যাচাই করার নির্দেশ দিয়েছিল সরকার। সূত্রের খবর, চোখে দেখে বিশেষজ্ঞেরা প্রাথমিক রিপোর্টে জানিয়েছেন, চারটি সেতুর স্বাস্থ্য ভাল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ০৩:২২
Share:

এ ভাবে ভেঙে পড়েছে মাঝেরহাট ব্রিজ। —ফাইল চিত্র।

কেএমডিএ-র অধীনে কলকাতার ১৫টি সেতুর স্বাস্থ্য যাচাই করার নির্দেশ দিয়েছিল সরকার। সূত্রের খবর, চোখে দেখে বিশেষজ্ঞেরা প্রাথমিক রিপোর্টে জানিয়েছেন, চারটি সেতুর স্বাস্থ্য ভাল। কিন্তু বাকি ১১টি সেতুর আরও বিস্তারিত পরীক্ষা প্রয়োজন। বিষয়টি নিয়ে আজ, বুধবার বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠকে বসবেন পুরমন্ত্রী এবং কেএমডিএ-র কর্তারা।

Advertisement

প্রাথমিক ভাবে বিশেষজ্ঞেরা জানিয়েছেন, চেতলা সেতু, ঢাকুরিয়া সেতু, করুণাময়ীর কাছে টালি নালার উপরে আর্চ ব্রিজ এবং ইএম বাইপাসের উপরে সায়েন্স সিটি ও ভিআইপি বাজার সংযোগকারী আম্বেডকর সেতুর স্বাস্থ্য ভাল। বাকি সেতুগুলিতে আরও পরীক্ষা প্রয়োজন। তাই বেসরকারি পেশাদার সংস্থা নিয়োগ করে ওই কাজের পদ্ধতি স্থির করা হবে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘বিশেষজ্ঞ কমিটির সঙ্গে বৈঠক হবে। তাঁরা সেতুগুলি নিয়ে যা বলবেন, তা-ই করা হবে।’’

কেন বেসরকারি সংস্থা নিয়োগ করতে হবে? পুর কর্তাদের একটি অংশ জানাচ্ছেন, প্রতিটি সেতুর সমস্যা আলাদা। কোনও সেতুর লোহায় মরচে পড়ে ক্ষয় ধরেছে, কোনওটিতে কংক্রিট বা বেয়ারিং দুর্বল হয়ে পড়েছে। কোথাও আবার ভিন্ন কারিগরি সমস্যা। সে কারণেই এক-একটি সমস্যা মেটানোর জন্য সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ সংস্থাকে দায়িত্ব দেওয়া হবে। তার পরেই শুরু হবে মেরামতি।

Advertisement

অন্য দিকে, মাঝেরহাট সেতু বিপর্যয়ের তদন্তে সাহায্য চেয়ে খড়্গপুর আইআইটি-কে চিঠি দিল কলকাতা পুলিশ। লালবাজার সূত্রের খবর, চিঠিতে মাঝেরহাট সেতুর কী অবস্থা ছিল, রক্ষণাবেক্ষণ হয়েছিল কি না, তা দেখার জন্য প্রতিষ্ঠানের বিশেষজ্ঞদের অনুরোধ করা হয়েছে। চলতি সপ্তাহেই তাঁরা ঘটনাস্থলে আসতে পারেন বলে সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement