Kolkata Book Fair

রবীন্দ্রনাথ-ওকাম্পোর সখ্যের স্মৃতির ঝলক কলকাতা বইমেলায়

বইমেলার থিম দেশ আর্জেন্টিনার পক্ষ থেকে জানানো হয়েছে, গত শতকের কুড়ি বা তিরিশেরদশকে রবীন্দ্রনাথ যখন খ্যাতির মধ্যগগনে, আর্জেন্টিনায় তাঁর জনপ্রিয়তা ছিল বিপুল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২৫ ০৮:০৩
Share:

(বাঁ দিকে) রবীন্দ্রনাথ ঠাকুর এবং ভিক্তোরিয়া ওকাম্পো (ডান দিকে)। — ফাইল চিত্র।

আর্জেন্টিনার প্লাতা নদীর ধারে ভাড়া করা ‘মিরালরিও’নামের বাগানবাড়িতে ভিক্তোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথের সখ্য ওআদানপ্রদানের একশো বছর পার হয়েছে। ১৮২৪-এর শেষে তিনি পৌঁছেছিলেন বুয়েনোস আইরেসে। কলকাতার আসন্ন ৪৯তমবইমেলায় থিম দেশ হিসাবে আর্জেন্টিনা ফিরিয়ে আনবে সেই গভীর স্মৃতি। রবীন্দ্রনাথ এবংওকাম্পোর সম্পর্ক নিয়ে বইমেলায় হবে আলোচনাচক্র, দেখানো হবে তাঁদের উপরে তৈরি করা চলচ্চিত্র। আজ নয়াদিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়নো অগুস্তিন।সম্মেলনে উপস্থিত ছিলেন পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের সভাপতি সুধাংশুশেখর দে এবংসাধারণ সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়।

বইমেলার থিম দেশ আর্জেন্টিনার পক্ষ থেকে জানানো হয়েছে, গত শতকের কুড়ি বা তিরিশের দশকে রবীন্দ্রনাথ যখন খ্যাতির মধ্যগগনে, আর্জেন্টিনায় তাঁর জনপ্রিয়তা ছিল বিপুল। স্প্যানিশে অনূদিত তাঁর অনেক বইয়ের তখন প্রবল চাহিদা বুয়েনোসআইরেসে (যাকে স্প্যানিশ ভাষার প্রকাশনার রাজধানী বলা হত)। গত বছর রবীন্দ্রনাথের আর্জেন্টিনাসফরের একশো বছর উপলক্ষে ফের সে দেশে ওঠে রবীন্দ্র-বাতাস। সরকারের পক্ষ থেকে আয়োজন করা হয় তাঁর পুরনো ছবিরপ্রদর্শনীর, নতুন করে বইয়ের সংস্করণ প্রকাশ করা হয়।

সাংবাদিক সম্মেলনে ত্রিদিব এবং সুধাংশু জানান,বইমেলায় উত্তমকুমারকে নিয়ে থাকবে বিশেষ প্রদর্শনী। যার নাম ‘বাংলা সিনেমার ইতিহাস ওমহানায়ক’। এ ছাড়া, মহাশ্বেতা দেবীর একশো বছর উপলক্ষে তাঁকে স্মরণ করতে একটি মঞ্চের নামকরণ হবে তাঁর নামে। ভূপেনহাজারিকা এবং সলিল চৌধুরীর একশো বছর উপলক্ষেমেলা প্রাঙ্গণে আয়োজিত হবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন