কলকাতা গেটের সুরক্ষায় জোর

হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনের কথায়, ‘‘রাইটসের রিপোর্টের উপরে নির্ভর করে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ জুন ২০১৮ ০২:৪৮
Share:

বিশ্ব বাংলা গ্লোব ভেঙে পড়ার পর থেকে নিউ টাউনে কলকাতা গেটের সুরক্ষা নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। তবে ওই ঘটনার ছ’মাস পরে তা এখনও সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা যায়নি। হিডকো সূত্রের দাবি, যে ভাবে কাজ এগোচ্ছে, তাতে জুলাইয়ের মধ্যে কলকাতা গেট সাধারণের জন্য খুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আপাতত সেখানে বিশ্ব বাংলার লোগো-সহ ওই গ্লোব ঝোলানো হবে না বলেই প্রাথমিক ভাবে জানাচ্ছেন হিডকোর কর্মীরা। আদৌও সেখানে গ্লোব ঝোলানো হবে, নাকি প্রতীকী হিসেবে অন্য কোনও কিছু লাগানো হবে, তা নিয়ে আলোচনা চলছে।

Advertisement

হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেনের কথায়, ‘‘রাইটসের রিপোর্টের উপরে নির্ভর করে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’ হিডকো সূত্রের খবর, প্রথমে পরিকল্পনা ছিল ওই গেটে বিশ্ব বাংলার লোগো সম্বলিত একটি ধাতব বল ঝুলন্ত অবস্থায় রাখা হবে। গ্লোবটি উপরে তোলার কাজও শুরু হয়েছিল। কিন্তু ২০১৭ সালের নভেম্বরে গ্লোব লাগানোর সময়ে ৪০ মিটার উঁচু থেকে নিচে পড়ে যায় সেটি। এর পরেই পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছিলেন ‘হাউসিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন’ অথবা হিডকো কর্তৃপক্ষ। হিডকোর চেয়ারম্যান-সহ আধিকারিকরা ঘটনাস্থল পরীক্ষা করে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখেন। ইঞ্জিনিয়ারদের একাংশের অনুমান, যে স্বয়ংক্রিয় যন্ত্রের সাহায্যে গ্লোবটিকে কলকাটা গেটের নির্ধারিত স্থানে তোলার কথা, তাতে কোনও সমস্যা দেখা দিয়েছিল। ফলে গ্লোবটির ভার রাখা সম্ভব হয়নি। দুর্ঘটনার জেরে গ্লোবের ভিতরে একটি লোহার বিম ক্ষতিগ্রস্ত হয়। গ্লোবের বাইরের ফাইবার গ্লাসের আবরণেরও কিছুটা ক্ষতি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন