Recruitment

ট্রেন অপারেটর নিয়োগ হচ্ছে না মেট্রোয়

মেট্রো সূত্রের খবর, ট্রেন অপারেটর নিয়োগের বিজ্ঞাপনের বিরোধিতা করেছিল মেট্রোর সরকারি কর্মী সংগঠন, বাম কর্মী সংগঠন ও প্রগতিশীল শ্রমিক কর্মচারী সংগঠন।

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২৫ ০৯:২৬
Share:

কলকাতা মেট্রো। —ফাইল চিত্র।

কলকাতা মেট্রোয় একাধিক নতুন পথে পরিষেবা সম্প্রসারিত হলেও চালকের সংখ্যা ছিল অপ্রতুল। সেই সমস্যার সমাধানে ইস্ট-ওয়েস্ট মেট্রোয় বেসরকারি সংস্থার মাধ্যমে ট্রেন অপারেটর নিয়োগের বিজ্ঞাপন দিয়েছিলেন কর্তৃপক্ষ। সম্প্রতি ফের বিজ্ঞপ্তি দিয়ে আগের ওই বিজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে।

মেট্রো সূত্রের খবর, ট্রেন অপারেটর নিয়োগের বিজ্ঞাপনের বিরোধিতা করেছিল মেট্রোর সরকারি কর্মী সংগঠন, বাম কর্মী সংগঠন ও প্রগতিশীল শ্রমিক কর্মচারী সংগঠন। সম্প্রতি সারা দেশে সহকারী চালক নিয়োগ সংক্রান্ত বিজ্ঞাপনে কলকাতা মেট্রো-সহ দেশের ১৭টি অঞ্চলে ৯৯৭০ জন সহকারী চালক নিয়োগের জন্য শূন্য পদের ঘোষণা করেছে রেল। এর মধ্যে কলকাতা মেট্রোর জন্য নির্দিষ্ট রয়েছে ২২৫টি পদ। সহকারী চালকেরা প্রথমে পরীক্ষা দিয়ে পূর্ব রেল ও দক্ষিণ-পূর্ব রেলে নিযুক্ত হবেন। সেখানে প্রশিক্ষণ শেষ করে তবেই মেট্রো চালানোর প্রশিক্ষণ নেবেন। সেই অনুযায়ী, পূর্ব রেল নির্ধারিত ৭৬৮টি শূন্য পদের সঙ্গে মেট্রোর জন্য আরও ১০০ জনকে নিয়োগ করবে। দক্ষিণ-পূর্ব রেল ৭৯৬টি পদের সঙ্গে আরও ১২৫টি শূন্য পদ যোগ করবে। ওই ঘোষণার পরেই মেট্রো আগের বিজ্ঞাপন প্রত্যাহার করে।

নতুন নির্দেশিকার ফলে চালক নিযুক্ত হলে কলকাতা মেট্রোয় চালকের অভাব ঘুচবে। তবে কলকাতা মেট্রোর প্রগতিশীল শ্রমিক কর্মচারী সংগঠনে সহ-সভাপতি শুভাশিস সেনগুপ্ত বলেন, ‘‘চালকের অভাব সব জ়োনে রয়েছে। আগে পূর্ব বা দক্ষিণ-পূর্ব রেলের থেকে সহকারী চালক চেয়েও মেলেনি। এর চেয়ে মেট্রোর হাতে চালক নিয়োগের ক্ষমতা ফেরানো জরুরি ছিল।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন