স্বাস্থ্যসাথী নিয়ে বৈঠক

পুরসভা সূত্রের খবর, সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করলেও শহরের অনেক বেসরকারি হাসপাতাল এবং নাসিংহোমেই সেই সুবিধা পান না কার্ডধারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০১৯ ০০:৫৮
Share:

—ফাইল চিত্র।

আগামী সাত দিনের ভিতরে শহরের সমস্ত বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহীতাদের চিকিৎসার সুযোগ দিতে হবে। মঙ্গলবার পুরভবনে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে এক বৈঠক হয়। সেখানে পুর কমিশনার খলিল আহমেদ-সহ বিভিন্ন দফতরের উচ্চ পদস্থ আধিকারিকেরা উপস্থিত ছিলেন। কলকাতার বিভিন্ন বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমের প্রতিনিধিদের ডেকে জানানো হয় যে স্বাস্থ্যসাথী সরকারের এক গুরুত্বপূর্ণ প্রকল্প। তা কার্যকর করতে সরকারি হাসপাতালের সঙ্গে বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমকেও এগিয়ে আসতে হবে।

Advertisement

পুরসভা সূত্রের খবর, সরকার স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করলেও শহরের অনেক বেসরকারি হাসপাতাল এবং নাসিংহোমেই সেই সুবিধা পান না কার্ডধারীরা। এ দিনের বৈঠকে প্রতিনিধিদের জানানো হয়, আগামী ৭ দিনের ভিতরে স্বাস্থ্যসাথী কার্ড গ্রহীতাদের সেই সুযোগ করে দিতে হবে। স্বাস্থ্যসাথী প্রকল্পে কার্ড গ্রহীতারা পরিবার পিছু বছরে ৫ লক্ষ টাকা বিমার সুযোগ পান।

বর্তমানে শিক্ষক, অশিক্ষক কর্মী, সিভিক ভলান্টিয়ার, অস্থায়ী শ্রমিক-সহ রাজ্য সরকারের অনেক কর্মী এবং রাষ্ট্রীয় স্বাস্থ্য বিমা প্রকল্পের কার্ড গ্রহীতারাও স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় রয়েছেন। এ দিন প্রতিনিধিদের বলা হয়েছে, স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ড হোল্ডারদের অগ্রাধিকার দিতে হবে। আর তাঁদের জন্য খরচ হওয়া টাকা এক মাসের ভিতরে সরকারের মাধ্যমে বিমা সংস্থা থেকে মিটিয়ে দেওয়া হবে।

Advertisement

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement