স্বাস্থ্যে বিনিয়োগ নিয়ে কথা

চিকিৎসক কুণাল সরকার বলেন, ‘‘ব্যাঙ্ক কিংবা অন্যান্য খাতে বিনিয়োগের ক্ষেত্রে স্পষ্ট নীতি থাকলেও স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে ধোঁয়াশা রয়েছে।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০২:৫০
Share:

শুধু সস্তায় নয়, নীতি মেনে সমাজের সর্বস্তরে সস্তায় পরিষেবা পৌঁছতে স্বাস্থ্যে বিনিয়োগ জরুরি। এক আলোচনাসভায় উঠে এসেছে এমনই মতামত। বুধবার স্বাস্থ্যে বিনিয়োগ সংক্রান্ত ওই আলোচনার আয়োজন করেছিল ‘বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কর্মার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। সেখানে প্রশ্ন ওঠে, স্বাস্থ্যে বিনিয়োগের স্পষ্ট কোনও নীতি এ দেশে আদৌ আছে কি? কী ভাবেই বা স্বাস্থ্য খাতে বিনিয়োগ সর্বস্তরে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে সাহায্য করবে?

Advertisement

চিকিৎসক কুণাল সরকার বলেন, ‘‘ব্যাঙ্ক কিংবা অন্যান্য খাতে বিনিয়োগের ক্ষেত্রে স্পষ্ট নীতি থাকলেও স্বাস্থ্য ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে ধোঁয়াশা রয়েছে।’’ তাঁর মতে, কেন্দ্রীয় সরকার ‘মোদী কেয়ার’ তৈরি করছে। কিন্তু কী ভাবে সেই পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছবে, তা নিয়ে সরকার স্পষ্ট তথ্য দিচ্ছে না। স্বাস্থ্য পরিষেবা পৌঁছনোর মাধ্যম সরকারি হবে, না বেসরকারি, তা স্পষ্ট না হলে জটিলতা বাড়বে।

সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগ যে স্বাস্থ্য ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, সেটাই মনে করিয়ে দেন স্নায়ু শল্যবিদ সন্দীপ চট্টোপাধ্যায়। তাঁর কথায়, ‘‘পিপিপি মডেলের প্রয়োজনীয়তা বোঝা যাচ্ছে। তবে শুধু সস্তায় পরিষেবা পৌঁছে দেওয়া নয়, নীতি মেনে গুণমানের সঙ্গে আপস না করে কী ভাবে সস্তায় পরিষেবা দেওয়া যায়, তা নিয়েও গবেষণা প্রয়োজন।’’

Advertisement

চিকিৎসক চঞ্চল গোস্বামী বলেন, ‘‘কর্নাটকে কিন্তু ইট ছুড়ে বেসরকারি হাসপাতালের কাচ ভেঙে দেওয়ার রেওয়াজ নেই। তাই সেখানে বিনিয়োগ হচ্ছে। এই পরিবর্তন এ শহরে জরুরি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন