লাইন টপকে রেলিংয়ে চড়ে বসলেন যাত্রী, ব্যাহত মেট্রো

মঙ্গলবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে নেমে কড়া নিরাপত্তা-বলয়ের মধ্যেই আচমকা লাইনে নেমে হইচই বাধিয়ে দেন এক ব্যক্তি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০১৮ ০১:৩৯
Share:

পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। —ফাইল চিত্র।

মাঝেমধ্যেই হাওড়া সেতুর কাঠামোর উপরে চড়ে বসে শিরোনামে চলে আসেন মানসিক ভারসাম্যহীন কেউ কেউ। সেটা প্রকাশ্য রাস্তার ঘটনা। মঙ্গলবার সন্ধ্যায় পার্ক স্ট্রিটের মেট্রো স্টেশনে নেমে কড়া নিরাপত্তা-বলয়ের মধ্যেই আচমকা লাইনে নেমে হইচই বাধিয়ে দেন এক ব্যক্তি।

Advertisement

বছর চল্লিশের ওই ব্যক্তি বিদ্যুৎবাহী তৃতীয় রেল টপকে সটান দু’দিকের রেললাইনের মাঝখানের রেলিংয়ে চড়ে বসেন। সাবধানে নেমে প্ল্যাটফর্মে উঠে আসার জন্য সমানে অনুরোধ-উপরোধ চালিয়ে যান মেট্রোকর্মী, রেলরক্ষী এবং যাত্রীরা। কিন্তু তাতে কাজ হয়নি। প্ল্যাটফর্মে তখন হুলস্থুল চলছে। তাতে লোকটির কোনও হেলদোল দেখা যায়নি। তিনি ধীরেসুস্থে অন্য দিকে যাওয়ার চেষ্টা করেন। অগত্যা দু’দিকের লাইনেই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। লাইনে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে উদ্ধার করেন রেলরক্ষীরা। এই ঘটনায় প্রায় ১৫ মিনিট ট্রেন চলাচল ব্যাহত হয়।

মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহনন রুখতে নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। তা সত্ত্বেও ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ার ঘটনা ঘটছে প্রায়ই। এ দিনের ঘটনায় ফের প্রশ্নের মুখে পড়েছে পাতালপথের নিরাপত্তা।

Advertisement

ঠিক কী ঘটেছিল?

মেট্রো সূত্রের খবর, ছুটি থাকায় এ দিন ভিড় ছিল তুলনায় কম। তারই মধ্যে বিকেল ৫টা ৪ মিনিট নাগাদ পার্ক স্ট্রিট স্টেশনের ডাউন লাইনে একটি ট্রেন থেকে নামেন এক ব্যক্তি। ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যেতেই কর্তব্যরত রেলরক্ষীদের চোখ এড়িয়ে লাফ দিয়ে লাইনে নেমে পড়েন তিনি। তাঁকে ওই ভাবে রেললাইন টপকানোর ঢঙে ট্র্যাকে নেমে পড়তে দেখে যাত্রীরা অবাক হয়ে যান। কর্তব্যরত রেলরক্ষীরা ছুটে গিয়ে তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করেন। কিন্তু তত ক্ষণে ওই ব্যক্তি লাল আচ্ছাদন দেওয়া বিদ্যুৎবাহী তৃতীয় রেল টপকে উল্টো দিকের প্ল্যাটফর্ম অভিমুখে যাওয়ার চেষ্টা করেন।

পার্ক স্ট্রিটে স্টেশনে মেট্রোর দু’দিকের লাইনের মাঝখানে ৭-৮ ফুট উঁচু রেলিং রয়েছে। ওই ব্যক্তি টালিগঞ্জমুখী লাইনের দিক থেকে এসে রেলিংয়ে চড়ে বসেন। বেগতিক দেখে মেট্রোকর্মীদের নিয়ে ছুটে আসেন স্টেশনমাস্টার। প্রথমে ডাউন লাইনে বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে ওই ব্যক্তিকে ফিরিয়ে আনার চেষ্টা চলে। পরে আপ লাইনেও বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে হয়। দু’দিকের ট্রেন চলাচল বন্ধ করে রেলিং থেকে নামিয়ে আনা হয় তাঁকে। পরে জানা যায়, তিনি মত্ত অবস্থায় ছিলেন।

মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় বলেন, “এক ব্যক্তি মত্ত অবস্থায় লাইনে নেমে পড়েছিলেন। তাঁকে উদ্ধার করে শেক্সপিয়র সরণি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন