সংগ্রহশালার ছবি তুলতে অনুমতি ভিক্টোরিয়ায়

বিখ্যাত চিত্রশিল্পীদের তেল রং, জল রংয়ের ছবি থেকে শুরু করে, লিথোগ্রাফ, স্থাপত্য, স্বাধীনতার আগের নানা দুষ্প্রাপ্য জিনিসে সমৃদ্ধ সংগ্রহশালাটি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মে ২০১৮ ০২:৩৩
Share:

এত দিন শুধু ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগান বা বাইরে থেকে স্মৃতিসৌধের ছবি তোলার অনুমতি ছিল। এ বার থেকে ভিতরে সংগ্রহশালার ছবিও তুলতে পারবেন পর্যটকেরা। ভিক্টোরিয়া মেমোরিয়ালের কিউরেটর জয়ন্ত সেনগুপ্ত বলেন, ‘‘১৫ মে থেকে সংগ্রহশালার ছবি তোলা যাবে। এর জন্য কোনও টিকিট লাগবে না। তবে ছবি তোলার সময় ক্যামেরার ফ্ল্যাশ বা ক্যামেরা বসানোর স্ট্যান্ড ব্যবহার করা যাবে না।’’

Advertisement

বিখ্যাত চিত্রশিল্পীদের তেল রং, জল রংয়ের ছবি থেকে শুরু করে, লিথোগ্রাফ, স্থাপত্য, স্বাধীনতার আগের নানা দুষ্প্রাপ্য জিনিসে সমৃদ্ধ সংগ্রহশালাটি। ভিক্টোরিয়া মেমোরিয়ালকে ছবিতে রেখে নিজস্বী তোলা, দলবেঁধে ছবি তোলা পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এ বার ভিতরের ছবি তোলার সুযোগ পেলে পর্যটকদের কাছে এই স্মৃতিসৌধ আরও জনপ্রিয় হবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ।

জয়ন্তবাবুর মতে, আগে মনে করা হত যে, সংগ্রহশালার ভিতরের নানা সামগ্রীর ছবি পর্যটকেরা তুলে নিয়ে অন্য কাউকে দেখালে সংগ্রহশালার আকর্ষণ কমে যায়। এমনকি, নিরাপত্তা নিয়েও কিছুটা সংশয় তৈরি হয়। কিন্তু সাম্প্রতিক কালে দেখা যাচ্ছে, যে সব সংগ্রহশালার ভিতরে পর্যটকেরা ছবি তুলতে পারছেন তার জনপ্রিয়তা আরও বাড়ছে। তবে কিউরটর জানান, ছবি তোলার অনুমতি মিললেও নিরাপত্তার সঙ্গে কোনও আপস করা হচ্ছে না। এখন সিআইএসএফ ভিক্টোরিয়ার আইনশৃঙ্খলা দেখাশোনা করে। ভবিষ্যতে তাঁদের সংখ্যা আরও বাড়ানো হতে পারে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন