কাউন্সিলরের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীর কাছে পড়ুয়ারা

কলেজ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাতে চিঠি দিয়ে ওই পড়ুয়ারা অভিযোগ করেছেন, বাপ্পাদিত্যের অনুগামী ছাত্ররাই সম্প্রতি কলেজে হামলা চালিয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০২:৩৪
Share:

দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজ।

কলেজে অশান্তি ছড়ানোর অভিযোগে শিক্ষামন্ত্রীর ঘনিষ্ঠ বলে পরিচিত কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তের বিরুদ্ধে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হলেন গড়িয়ার দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজের পড়ুয়াদের একাংশ।

Advertisement

কলেজ সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীর হাতে চিঠি দিয়ে ওই পড়ুয়ারা অভিযোগ করেছেন, বাপ্পাদিত্যের অনুগামী ছাত্ররাই সম্প্রতি কলেজে হামলা চালিয়েছিলেন। সেই ঘটনায় গুরুতর জখম হয়েছেন দুই ছাত্র। মোট আহতের সংখ্যা ১৪। প্রসঙ্গত, বাপ্পাদিত্যই ওই কলেজের পরিচালন সমিতির সভাপতি। তিনি অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, ‘‘ছাত্র রাজনীতিতে কোনও গোষ্ঠীকেই আমি সমর্থন করি না। মুখ্যমন্ত্রীর কাছে যে কেউ যেতেই পারেন।’’

ওই কলেজের ছাত্র সংসদের ক্ষমতা কাদের হাতে থাকবে, তা নিয়ে বেশ কিছু দিন ধরেই রেষারেষি চলছিল তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) দুই গোষ্ঠীর মধ্যে। সম্প্রতি কলেজের সাধারণ সম্পাদক স্নিগ্ধা সাহা এবং কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট
প্রেসিডেন্ট অভিষেক দত্তকে শো-কজ করেন কলেজ কর্তৃপক্ষ। এই ঘটনা নিয়ে স্নিগ্ধারা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হন। স্নিগ্ধা দাবি করেন, অনৈতিক ভাবে শিক্ষামন্ত্রীর নাম করে তাঁদের শো-কজ করা হয়েছে। যে দিন স্নিগ্ধারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যান, সে দিনই ওই কলেজে সংঘর্ষের অভিযোগ ওঠে।

Advertisement

অভিষেকের দাবি, শিক্ষামন্ত্রীর দফতরে থাকাকালীনই তাঁদের কাছে খবর যায়, কলেজে ঢুকে পড়ুয়াদের মারধর করছেন এক দল বহিরাগত। পরিস্থিতি সামাল দিতে পাটুলি থানা থেকে আসে বিশাল পুলিশবাহিনী। গুরুতর জখম কয়েক জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। কাউন্সিলর বাপ্পাদিত্যের অনুগামীরা কলেজের দখল নিতে সাধারণ পড়ুয়াদের মারধর করেছেন বলে অভিযোগ তোলেন অভিষেক। এই প্রেক্ষিতেই মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন অভিষেকেরা।

রবিবার অভিষেক বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর হাতে চিঠি দিয়েছি। ওই কাউন্সিলর কী ভাবে গন্ডগোল পাকাচ্ছেন তা-ও জানিয়েছি। ক্ষমতার অপব্যবহার করে আমাদের কলেজ-ছাড়া করতে চাইছেন উনি।’’

বাপ্পাদিত্য পাল্টা বলেন, ‘‘কলেজে মদ্যপানের অভিযোগ ওঠায় অধ্যক্ষ ওই দুই পড়ুয়াকে শো-কজ করেছিলেন। কলেজে পঠনপাঠনের পরিবেশ বজায় রাখা আমার কাজ।’’ সেই সঙ্গে তাঁর দাবি, ‘‘কলেজে দু’দল ছাত্রদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে শুনেছি। সেখানে আমি কী ভাবে জড়িত বুঝতে পারছি না। শিক্ষামন্ত্রীকে পুরো বিষয়টিই জানিয়েছি।’’

চিঠি পেয়ে মুখ্যমন্ত্রী সাহায্যের আশ্বাস দিয়েছেন বলে দাবি অভিষেকদের। শিক্ষামন্ত্রীকে হস্তক্ষেপ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি, গুরুতর আহত পড়ুয়াদের চিকিৎসায় সাহায্যের আশ্বাসও মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে সূত্রের খবর। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী রবিবার বলেন, ‘‘ওই কলেজের দু’টো পক্ষ রয়েছে। আগে তাদের সামাল দিতে হবে। তা ছাড়া, কলেজে কোনও বহিরাগতের স্থান নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন