Kolkata News

সোনারপুর থেকে গ্রেফতার বজবজ ভাগাড় কাণ্ডের মূল পাণ্ডা বিশু

সোনারপুরের বাসিন্দা বিশুকে তার নিজের এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, বিশু একা নয়, তার নেটওয়ার্কে আরও অনেকেই রয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ মে ২০১৮ ১৮:১৫
Share:

ফাইল চিত্র।

অবশেষে ধরা পড়ল বজবজ ভাগাড় কাণ্ডের মূল পাণ্ডা বিশ্বনাথ ভড়ে ওরফে বিশু। বুধবার, রাতে সোনারপুর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। দিনকয়েক আগেই, ভাগাড় কাণ্ডের তদন্তে বিহার থেকে গ্রেফতার করা হয় সানি মালিক নামের এক যুবককে। তাকে জেরা করেই পুলিশ বিশুর নাম জানতে পারে।

Advertisement

রাজাবাজারের গ্যাস স্ট্রিটের বরফ কল থেকে দিনকয়েক আগেই উদ্ধার হয়েছিল ২০ টন ভাগাড়ের মাংস। সানির কাছ থেকে জানা যায়, বিশুর এই রকমই একাধিক বরফ কল চালায়। সেই ব্যবসার আড়ালেই চলত ভাগাড়ের পচা মাংসের রমরমা কারবার। রাসায়নিক মিশিয়ে মাংস সংরক্ষণের পর তা চলে আসত বিশুর বরফ কলে। সেখান থেকে বিভিন্ন চক্রের মাধ্যমে তা বাজারে ছড়িয়ে দেওয়া হত।

ঘটনার পর থেকেই ফেরার ছিল বিশু। সোনারপুরের বাসিন্দা বিশুকে তার নিজের এলাকা থেকেই গ্রেফতার করা হয়েছে। পুলিশের ধারণা, বিশু একা নয়, তার নেটওয়ার্কে আরও অনেকেই রয়েছে। চক্রের খোঁজ পেতে বিশুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন