পোস্তা উড়ালপুলের ভবিষ্যৎ অনিশ্চিত

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের তৈরি এই উচ্চক্ষমতা সম্পন্ন কমিটিতে মুখ্যসচিবকে চেয়ারম্যান করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ০২:৩৫
Share:

পোস্তা উড়ালপুল ভেঙে ফেলতে হবে জানিয়ে সমীক্ষা করে রিপোর্ট দিয়েছিলেন আইআইটি-র বিশেষজ্ঞেরা। সেই রিপোর্ট পাওয়ার পরে মুখ্যসচিবের নেতৃত্বে রাজ্য সরকারের তৈরি উচ্চ পর্যায়ের কমিটি সিদ্ধান্ত নেয় টেন্ডার ডেকে বিশেষজ্ঞ সংস্থা নিয়োগ করা হবে। উড়ালপুল ভাঙা ঝামেলা, প্রচুর ব্যয়সাপেক্ষও। তাই ভেঙে না দিয়ে ছোট গাড়ি বা দু’চাকার গাড়ি চালানো যায় কি না পুনরায় বিশেষজ্ঞ সংস্থাকে নিয়োগ করে তা দেখা হবে। সেই মতো পূর্ত দফতর টেন্ডার ডাকে। কিন্তু সেই টেন্ডারে কোনও বিশেষজ্ঞ সংস্থা অংশ না নেওয়ায় পুনরায় টেন্ডার ডাকার চিন্তা ভাবনা করছে পূর্ত দফতর।

Advertisement

নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের তৈরি এই উচ্চক্ষমতা সম্পন্ন কমিটিতে মুখ্যসচিবকে চেয়ারম্যান করা হয়েছে। অন্য সদস্যেরা হলেন, পূর্ত সচিব, অর্থ সচিব, কলকাতার পুলিশ কমিশনার, নগরোন্নয়ন সচিব, কলকাতা পুরসভার কমিশনার, পূর্ত দফতরের ইঞ্জিনিয়ারিং চিফ, রাইটসের গ্রুপ জেনারেল ম্যানেজার এবং উড়ালপুলের নির্মাণকারী সংস্থা আরভিএনএল-এর এক জন প্রতিনিধি।

কমিটির এক সদস্য জানান, পোস্তা উড়ালপুল তৈরিতে বেশ কিছু ত্রুটি পেয়েছেন আইআইটি-র বিশেষজ্ঞেরা। সেই মতো তাঁরা সবিস্তার রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দিয়েছেন। সেই রিপোর্টের ভিত্তিতে সেতু দিয়ে ভারি কোনও গাড়ি চলাচল সম্ভব নয়। হালকা, ছোট গাড়ি চালানো যায় কি না তা নিয়েই টেন্ডার ডাকা হয়েছিল। কিন্তু কোনও সংস্থা অংশ নেয়নি। ওই সদস্য আরও জানান, প্রাথমিক ভাবে একটা হিসেব করা হয়েছে, এই উড়ালপুল ভাঙতে হলে ৮০ থেকে ৯০ কোটি টাকা খরচ হবে। ভেঙে ফেলাও খুব সহজ হবে না। আশপাশে প্রচুর বাড়ি, ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে। দীর্ঘ দিন ধরে ভাঙতে হবে। এলাকায় সমস্যা তৈরি হবে। তাই পোস্তার ভেঙে পড়া উড়ালপুলের আপাতত ভবিষ্যৎ বিশ বাঁও জলেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement