পথ বাড়াতে বন্ধ থাকবে পথ

পূর্ত দফতর সূত্রের খবর, দু’টি ভূগর্ভস্থ পথের সিঁড়ি তৈরির কাজ আংশিক সম্পন্ন হয়েছে। এখন ভিআইপি রোডের মাঝের অংশে বাক্সের মতো কাঠামো নির্মাণে রাস্তার মধ্যবর্তী অংশ খোঁড়া হবে।

Advertisement

সৌরভ দত্ত

শেষ আপডেট: ০১ মে ২০১৮ ১৬:২২
Share:

ভিআইপি রোড ধরে বিমানবন্দর যাওয়ার কথা ভাবলে আগামী কয়েক মাস বাড়ি থেকে হাতে পর্যাপ্ত সময় নিয়ে রওনা হওয়াই শ্রেয়! গোলাঘাটা-শ্রীভূমি ভূগর্ভস্থ পথের মূল কাজে হাত দিতে চলেছে পূর্ত দফতর। যার জন্য বেশ কিছু দিন ভিআইপি রোডের ওই অংশে দু’দিকেরই প্রধান রাস্তা বন্ধ থাকবে। বিকল্প হিসাবে সার্ভিস রোড দিয়ে গাড়ি চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বিধাননগর পুলিশ কমিশনারেট।

Advertisement

পূর্ত দফতর সূত্রের খবর, দু’টি ভূগর্ভস্থ পথের সিঁড়ি তৈরির কাজ আংশিক সম্পন্ন হয়েছে। এখন ভিআইপি রোডের মাঝের অংশে বাক্সের মতো কাঠামো নির্মাণে রাস্তার মধ্যবর্তী অংশ খোঁড়া হবে। সে জন্যই বিকল্প পথে গাড়ি চলাচলের সিদ্ধান্ত। বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, যানজটের সম্ভাবনা আটকাতে গত শুক্রবার কমিশনারেট এবং পূর্ত বিভাগের আধিকারিকেরা প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। সব ঠিক থাকলে চলতি সপ্তাহে তিন দিন পরীক্ষামূলক ভাবে বিকল্প পথে গাড়ি চলাচল করবে।

বিধাননগর কমিশনারেটের এক কর্তা বলেন, ‘‘পরীক্ষামূলক ভাবে গাড়ি চালিয়ে দেখা হবে, কী ধরনের অসুবিধা হচ্ছে। সেই মতো পরিকল্পনায় বদল করে অন্তত মাস তিনেক মূল রাস্তা বন্ধ রেখে সার্ভিস রোড দিয়ে চলবে যানবাহন।’’

Advertisement

কোন পথে যাবে যানবাহন? বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, উল্টোডাঙা উড়ালপুল থেকে নামার পরেই বিমানবন্দরগামী গাড়িগুলি বাঁ দিকের সার্ভিস রোড ধরবে। ওই অংশের রেলিং ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে।

শ্রীভূমির পরে আবার মূল রাস্তায় উঠবে যানবাহন। এর জন্য এতদিন সার্ভিস রোডের উপরে ভূগর্ভস্থ পথের জন্য যে ঘেরোটোপ ছিল, তা সরানো হবে। দীর্ঘদিন বন্ধ থাকার ফলে রাস্তার ওই অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তা মেরামতির কাজ চলছে। একই ভাবে কলকাতাগামী রাস্তায় শ্রীভূমি থেকে গোলাঘাটা অংশে মূল রাস্তার পরিবর্তে সার্ভিস রোড দিয়ে চলবে যানবাহন। মূল রাস্তা থেকে উল্টোডাঙাগামী গাড়িগুলি যাতে সার্ভিস রোড ধরতে পারে, সে জন্য ডিভাইডার ভেঙে রাস্তা তৈরি করা হয়েছে।

আগামী দিনে লেক টাউন সংলগ্ন ভিআইপি রোডে গাড়ির চাপ সামাল দিতে একগুচ্ছ পরিকল্পনা রয়েছে কমিশনারেটের। যশোর রোড থেকে লেক টাউনের ভিতর দিয়ে ভিআইপি রোডগামী গাড়ির চাপে নয়ানজুলি সংলগ্ন বাঙুর-লেক টাউনের রাস্তায় যানজট এখন নিত্যদিনের ঘটনা। ঘড়ি মোড়ে সিগন্যালের জন্য দিনের ব্যস্ত সময়ে গাড়ির লাইন পড়ে যায়। বিধাননগর কমিশনারেট সূত্রের খবর, যশোর রোড থেকে ভিআইপি রোডমুখী গাড়িগুলিকে ঘড়ি মোড়ের সিগন্যালে না দাঁড় করিয়ে, বাঙুরের আগে ইউ-টার্ন করানোর কথা ভাবা হচ্ছে। এ ছাড়া গোলাঘাটা, শ্রীভূমির মতো লেক টাউনে ভূগর্ভস্থ সাবওয়ে তৈরির উপরে জোর দিচ্ছেন কমিশনারেটের কর্তারা। এক আধিকারিকের কথায়, ‘‘গোলাঘাটা, শ্রীভূমির থেকেও অনেক বেশি জরুরি লেক টাউনের ভূগর্ভস্থ পথ।’’ পূর্ত দফতর সূত্রের খবর, নয়ানজুলি মামলার প্রেক্ষিতে পরিবেশ আদালতের রায় খতিয়ে দেখেই লেক টাউনের ওই অংশে কিছু করা সম্ভব। তা ছাড়া ভিআইপি রোডকে সবুজ করিডর করার লক্ষ্যে উল্টোডাঙা উড়ালপুলের পরে দমদম পার্ক পর্যন্ত আরেকটি উড়ালপুল তৈরির পরিকল্পনা রয়েছে। তাই উড়ালপুলের নকশার সঙ্গে সাযুজ্য রেখে লেক টাউন এবং দমদম পার্কের ভূগর্ভস্থ পথের রূপরেখা তৈরির কথা ভাবা হয়েছে।

আপাতত বর্ষার আগে গোলাঘাটা-শ্রীভূমি ভূগর্ভস্থ পথের কাজ শেষ করাই লক্ষ্য পূর্ত দফতরের কর্তাদের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন