State news

২৪ ঘণ্টার মধ্যে ফের মেট্রো বিভ্রাট, আতঙ্কিত যাত্রীরা

সোমবার বেলা ১টা ৪৫ মিনিট নাগাদ দমদমগামী একটি মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা যায়। নেতাজী ভবন স্টেশনের ঘটনা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ১৫:৪৮
Share:

প্রতীকী ছবি।

মেট্রো বিভ্রাটের জেরে ২৪ ঘণ্টার মধ্যে ফের আতঙ্কিত যাত্রীরা। যার জেরে ফের ভোগান্তির শিকার হলেন যাত্রীরা।

Advertisement

মেট্রো সূত্রে খবর, সোমবার বেলা ১টা ৪৫ মিনিট নাগাদ দমদমগামী একটি মেট্রোয় যান্ত্রিক ত্রুটি দেখা যায়। নেতাজী ভবন স্টেশনের ঘটনা। খবর পাওয়ার পর মেট্রোর ইঞ্জিনিয়াররা আসেন। কিন্তু বেশ কিছু ক্ষণ চেষ্টা করেও মেট্রোটিকে মেরামতি করা যায়নি। এর পরই যাত্রীদের নামিয়ে রেকটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। ২টো পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকে। পরিস্থিতি এখন স্বাভাবিক।

নববর্ষের রাতে কুঁদঘাট মেট্রো স্টেশনে এক বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি করে বাইরে বার হতেও চেষ্টা করলেন যাত্রীরা। মেট্রোর জানলার কাঁচ ভেঙে স্টেশনে নামলেন বহু যাত্রী। রবিবার রাতের এই ঘটনার জেরে টালিগঞ্জ এবং কবি সুভাষ স্টেশনের মাঝে বেশ কিছু ক্ষণ বন্ধ হয়ে গিয়েছিল ট্রেন চলাচল। রবিবার রাতের ওই ঘটনায় আতঙ্কের রেশ কাটতে না কাটতেই ফের নয়া বিভ্রাট।

Advertisement

আরও পড়ুন: ফের মেট্রোয় বিপত্তি, নববর্ষের রাতে আতঙ্কে যাত্রীরা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement