অটো উল্টে শুরুতেই ঘা পথ-নিরাপত্তা সপ্তাহে

সাজানো মঞ্চে মাত্র ঘণ্টা দুই আগে পথ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করে গিয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার। মাইকে চলছে ‘ট্র্যাফিক নিয়ম মেনে গাড়ি চালান’, ‘সাবধানে রাস্তা পার হোন’-এর মতো বাণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ০১:২০
Share:

আরম্ভ: পথ নিরাপত্তা সপ্তাহের প্রথম দিনে পড়ুয়াদের সঙ্গে অভিনেত্রী ঋদ্ধিমা। সোমবার, পার্ক সার্কাস মোড়ে। ছবি: দেবস্মিতা ভট্টাচার্য

সাজানো মঞ্চে মাত্র ঘণ্টা দুই আগে পথ-নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন করে গিয়েছেন পুলিশ কমিশনার রাজীব কুমার। মাইকে চলছে ‘ট্র্যাফিক নিয়ম মেনে গাড়ি চালান’, ‘সাবধানে রাস্তা পার হোন’-এর মতো বাণী। বেচাল দেখলে গাড়ি থামিয়ে চালকদের ট্র্যাফিক-নিয়মের পাঠও দিচ্ছেন সার্জেন্টরা। হঠাৎই এক বিকট শব্দে কেটে গেল তাল। পুলিশকর্তারা লক্ষ করলেন, মঞ্চ থেকে মাত্র ২০ মিটার দূরে চলন্ত অবস্থায় উল্টে গিয়েছে যাত্রী বোঝাই একটি অটো। বনবন করে ঘুরছে চাকা আর ভিতর থেকে চিৎকার করছেন যাত্রীরা। পথ-নিরাপত্তা পাঠের তখন দফারফা। সকলে ছুটলেন যাত্রীদের উদ্ধার করতে। সোমবার, পথ নিরাপত্তা সপ্তাহের প্রথম দিনেই পার্ক সার্কাস সাত মাথার মোড়ের ওই ঘটনায় শোরগোল পড়ে যায়।

Advertisement

পুলিশ জানায়, আগামী ৭ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ন’টা থেকে এগারোটা এবং বিকেল পাঁচটা থেকে সাতটা পর্যন্ত শহরের বিভিন্ন মোড়ে ট্র্যাফিক সচেতনতার প্রচার করবেন সার্জেন্টরা। এ দিন সকাল ১১টা নাগাদ যখন প্রথম ধাপের প্রচার শেষ হওয়ার মুখে, তখনই ঘটে ওই ঘটনা। এক ট্র্যাফিক পুলিশকর্মী জানান, পুলিশের যে দলটি সেখানে ছিলেন, তাঁরাই যাত্রীদের উদ্ধার করেন। এর পরে সকলে কাত হয়ে যাওয়া অটোটি সোজা করেন। সচেতনতার প্রচার তখন কে করবেন? সকলেই উদ্ধারকাজে ব্যস্ত। ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আহতদের প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, পরমা উড়ালপুলের পাশেই স্ট্যান্ড থেকে বেরিয়ে ওরিয়েন্ট রো-ধর্মতলা রুটের ওই অটোটি কিছুটা এসে ডান দিকে ঘোরার সময়ে কোনও ভাবে চাকা পিছলে যায়। চলন্ত অবস্থাতেই উল্টে যায় সেটি। আহত হন এক কলেজ ছাত্রী। তিনি বলেন, ‘‘হঠাৎ করে অটোর সামনে মোটরবাইক চলে আসায় সেটিকে বাঁচাতে গিয়ে অটোটি উল্টে যায়। আমার হাত কেটে গিয়েছে। কিন্তু পুলিশে অভিযোগ করলাম না কারণ অটো চালকের দোষ নেই।’’ এক পুলিশকর্মী বলেন, ‘‘অটোটি ডান দিকে ঘোরার সময়ে পিছলে গিয়েছিল। সকলকেই উদ্ধার করে হাসপাতালে ও পরে থানায় নিয়ে যাওয়া হয়। কিন্তু কেউ কোনও অভিযোগ করতে চাননি।’’ পুলিশের অবশ্য দাবি, কোনও মোটরবাইক অটোর
সামনে আসেনি।

Advertisement

অন্য দিকে, এ দিনই দরগা রোডে গাড়ির ধাক্কায় জখম হয়েছেন এক মহিলা। আহতের নাম শিখা কয়াল। পুলিশ জানায়, শিখাদেবী রাস্তা পার হওয়ার সময়ে গাড়িটি তাঁকে ধাক্কা মারে। মাথায় গুরুতর আঘাত নিয়ে ওই মহিলা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জেনেছে, প্রতিবন্ধীদের তিন চাকার একটি গাড়ি শিখাদেবীকে ধাক্কা মারে। যদিও গাড়িটির খোঁজ মেলেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন