Entally

Entally: এন্টালিতে ট্যাক্সিচালকদের সঙ্গে ইউনিয়ন নেতাদের মারপিটের অভিযোগ, গ্রেফতার দু’পক্ষের পাঁচ

শুক্রবার এন্টালিতে মারপিটের ঘটনায় থানায় দু’টি অভিযোগ জমা পড়েছে। এলাকার এক পক্ষের দু’জন এবং অন্য পক্ষের তিন-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ১৪:৫০
Share:

প্রতীকী ছবি।

মধ্য কলকাতায় এন্টালিতে ট্যাক্সিচালকদের সঙ্গে ইউনিয়ন নেতাদের ঝামেলায় গ্রেফতার হলেন দু’পক্ষের মোট পাঁচ জন। শুক্রবার দু’পক্ষের লোকজনের মধ্যে মারপিট হয় বলে অভিযোগ। এ নিয়ে এন্টালি থানার দ্বারস্থ হন তাঁরা। এর পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শুক্রবার এন্টালিতে মারপিটের ঘটনায় থানায় দু’টি অভিযোগ জমা পড়েছে। এলাকার এক পক্ষের দু’জন এবং অন্য পক্ষের তিন-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুরসভার ৩৬ নম্বর ওয়ার্ড এলাকার এই ঘটনায় তোলাবাজির অভিযোগও উঠেছে। তবে পুলিশের দাবি, এমন কোনও ঘটনার কথা জানা নেই তাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement