কলকাতার শপিং মলে গোপনে মহিলাদের পোশাক বদলের ছবি, গ্রেফতার ১

তখন সবে পছন্দের জামাটা হাতে নিয়ে ট্রায়াল রুমে ঢুকেছেন তিনি। খুটখাট শব্দ শুনে একটু সচেতনই হয়ে পড়েছিলেন। চারপাশটা ভাল করে দেখতেই নজর গেল দেওয়ালে কতগুলো ছিদ্রর দিকে। আর তাতে চোখ রেখেই আঁতকে ওঠেন ওই তরুণী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ১৭:২৪
Share:

তখন সবে পছন্দের জামাটা হাতে নিয়ে ট্রায়াল রুমে ঢুকেছেন তিনি। খুটখাট শব্দ শুনে একটু সচেতনই হয়ে পড়েছিলেন। চারপাশটা ভাল করে দেখতেই নজর গেল দেওয়ালে কতগুলো ছিদ্রর দিকে। আর তাতে চোখ রেখেই আঁতকে ওঠেন ওই তরুণী। পাশের ট্রায়াল রুমে তখন মোবাইল হাতে দাঁড়িয়ে এক যুবক! তড়িঘড়ি বেরিয়ে তাকে ধরার চেষ্টা করলেও হাত ফসকে পালিয়ে যায় যুবকটি। পরে অবশ্য পুলিশ গ্রেফতার করে তাকে।

Advertisement

ট্রায়াল রুমে লুকিয়ে মহিলাদের পোশাক বদলানোর ছবি তোলার অভিযোগ উঠল এ বার সার্ভে পার্কের একটি শপিং মলে। বুধবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ক্রেতাদের মধ্যে।

ঠিক কী ঘটেছিল?

Advertisement

আরও খবর:
সতর্ক থাকুন গোপন ক্যামেরা থেকে

ওই তরুণী জানান, বন্ধুদের সঙ্গে কেনাকাটার জন্য ওই দিন শপিং মলে গিয়েছিলেন তিনি। পছন্দের জামা হাতে নিয়ে তিনি মহিলা ট্রায়াল রুমে যান। ঢোকার সময় দেখেছিলেন পাশের ট্রায়াল রুমটি বন্ধ রয়েছে। পোশাক বদল করে বাইরে বেরিয়েও দেখেন যে পাশের ট্রায়াল রুমটি তখনও বন্ধই রয়েছে। তরুণী জানান, পোশাক বদলানোর সময় বন্ধ থাকা পাশের ট্রায়াল রুম থেকে খুটখাট আওয়াজ পাচ্ছিলেন। সব মিলিয়ে তাঁর মনে সন্দেহ হয়। ব্যাপারটা কী তা জানতে তিনি আবার ওই ট্রায়াল রুমে ঢুকে পড়েন। ভাল করে চারপাশটা দেখতেই নজরে পড়ে দেওয়ালের গায়ে বেশ কয়েকটি ছিদ্রর দিকে। যার অনেকগুলি আবার কাগজ দিয়ে বন্ধ করা রয়েছে। একটি ছিদ্রে চোখ রাখতেই আঁতকে ওঠেন তিনি। কোনও মহিলা নন, বন্ধ থাকা ওই ট্রায়াল রুমের ভিতরে এক যুবক দাঁড়িয়ে। তার হাতে মোবাইল ফোন। বেরিয়ে এসে বন্ধুদের বিষয়টি জানান। বন্ধ থাকা ট্রায়াল রুম থেকে টেনে বের করা হয় ওই যুবককে। কিন্তু ধরে রাখতে পারেননি তাঁরা। জামা ছিঁড়ে হাত ফসকে মোবাইল ফেলে চম্পট দেয় অভিযুক্ত। পরে তাকে গ্রেফতার করে পুলিশ।
মলের তরফে জানানো হয়েছে, যুবকটি ওই মলেই কাজ করত। তবে অন্য একটি সংস্থার হয়ে সে নিযুক্ত ছিল। সে কী ভাবে মহিলা ট্রায়াল রুমে ঢুকে পড়ল তা বোঝা যাচ্ছে না। এর আগে এমন কোনও ঘটনা ঘটেছে কি না তাও জানার চেষ্টা চলছে। ঘটনার খবর জানার পর মল কর্তৃপক্ষের তরফেও থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন